আজকাল ওয়েবডেস্ক: পানীয় জলের সমস্যা ভারতে নতুন নয়। বিভিন্ন সময় গভীর নলকূপ খনন করলেও সেখান থেকে পানীয় জল পাওয়া বহুক্ষেত্রেই কষ্টসাধ্য। এখন তাই অনেকেই ঝুঁকছেন বাজার থেকে কেনা ব্যারেলের জলের দিকে। গৃহস্থলি থেকে অনুষ্ঠানবাড়ি ব্যারেলে ভরা জলের ব্যবহার এখন সর্বত্র। সাধারণত এই ধরনের জল পরিশুদ্ধ করতে যে মৌল ব্যবহার করা হয়, তা হল ক্লোরিন। ক্লোরিনের জারণ ক্ষমতা কাজে লাগিয়ে জলের জীবাণু ধ্বংস করা হয়। আপাত ভাবে এই প্রক্রিয়া অন্ত্রের বিভিন্ন রোগ থেকে মুক্তি দিলেও দীর্ঘদিন এই জল পান করা শরীরের পক্ষে বিপজ্জনক হতে পারে। অন্তত এমনটাই উঠে এসেছে সাম্প্রতিক এক গবেষণায়।
গার্ডিয়ান পত্রিকায় প্রকাশিত একটি রিপোর্ট বলছে অতিরিক্ত ক্লোরিন মিশ্রিত জল খেলে দেখা দিতে পারে ক্যানসার। গবেষণাটি আমেরিকা ও ইউরোপের বিভিন্ন দেশের মানুষের উপর করা হয়েছে। গবেষণায় বলা হয়েছে ক্লোরিন মিশ্রিত জলে ট্রাইহ্যালোমিথেন ঘটিত যৌগ তৈরি হয়। আর এই যৌগই ডেকে আনে ক্যানসার। আমেরিকা ও ইউরোপের অন্তত ৩ কোটি মানুষ এই ধরনের জল পান করেন। কাজেই তাঁদের ঝুঁকি সবচেয়ে বেশি। তবে বলাই বাহুল্য বিষয়টি কেবল দুটি মহাদেশে সীমাবদ্ধ নয়। গবেষণাটিতে জানানো হয়েছে এই ধরনের জল পান করলে মূত্রথলির ক্যানসারের ঝুঁকি বেড়ে যায় ৩৩ শতাংশ। আর মলাশয়ের ক্যানসারের ঝুঁকি বেড়ে যায় শতকরা ১৫ ভাগ।
