আজকাল ওয়েবডেস্ক: বিশ্বের অন্যতম বিষধর মাকড়সা ব্রাজিলিয়ান ওয়ান্ডারিং স্পাইডার। বিজ্ঞানের ভাষায় একে বলা হয় ফোনেইউট্রিয়া এসপি। কিন্তু জানেন কি এই বিষধর মাকড়শার কামড়ে এমন একটি ঘটনা ঘটে যা অবাক করে দিয়েছে বিজ্ঞানীদের? মাকড়শার কামড় কেবল তীব্র ব্যথাই নয়, পুরুষদের ক্ষেত্রে ঘন্টার পর ঘণ্টা ধরে লিঙ্গোত্থান সৃষ্টি করতে পারে। এই ধরনের লিঙ্গোত্থানকে বলা হয় ‘প্রিয়াপিজম’

বিজ্ঞানীরা অবশ্য ইতিমধ্যেই ব্যাখ্যা করছেন এর কারণ। এই মাকড়সার বিষে একটি বিশেষ ধরনের নিউরোটক্সিন বিষ থাকে। ভয়ঙ্কর সেই বিষটির নাম টিএক্স ২৬। এই বিষের প্রভাব সরাসরি স্নায়ুতন্ত্রে পড়ে। এবং প্রতিক্রিয়া স্বরূপ মস্তিষ্ক দেহের বিভিন্ন রক্তনালীর প্রসারণ ঘটায়। পুরুষাঙ্গের উত্থান নির্ভর করে ঠিক এই বিষয়টির উপরেই। রক্তনালী প্রসারিত হওয়ার ফলে রক্ত দীর্ঘ সময় ধরে পুরুষাঙ্গে আটকে যায় এবং পুরুষাঙ্গ ফুলে থাকে। তবে এই লিঙ্গোত্থানে সাধারণত ব্যথা হয় রোগীর।

এই প্রক্রিয়া শুনতে অদ্ভুত মনে হলেও, বাস্তবে এটি শরীরের জন্য অত্যন্ত বিপজ্জনক। দীর্ঘস্থায়ী লিঙ্গোত্থানে পুরুষাঙ্গের টিস্যুতে রক্ত জমাট বেঁধে যেতে পারে। ফলে স্থায়ী ক্ষত বা অক্ষমতা সৃষ্টি হতে পারে। চিকিৎসা না করলে রক্তপ্রবাহ বন্ধ হয়ে গ্যাংগ্রিন পর্যন্ত হতে পারে। সেক্ষেত্রে অস্ত্রোপচার ছাড়া গতি নেই। কিছু কিছু প্রাচীন উপজাতির মধ্যে একসময় সীমিত পরিমাণে এই বিষ ব্যবহার করে লিঙ্গ শিথিলতার চিকিৎসা করা হত। তবে আধুনিক চিকিৎসাবিজ্ঞান একেবারেই নাকচ করে দিয়েছে সেই পদ্ধতি।