সব ঠিকঠাক চললে, জোহরান যদি এই লড়াই জিতে যান, তাহলে তিনি হবেন নিউ ইয়র্কের মেয়র, এবং সেখানকার প্রথম মুসলিম মেয়র।
3
8
তিনি সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ‘অবশেষে এটা ঘটেছে, ডেমোক্র্যাটরা সীমা অতিক্রম করেছে। ১০০% কমিউনিস্ট পাগল জোহরান মামদানি, ডেম প্রাইমারি জিতেছেন, এবং মেয়র হওয়ার পথে। আমাদের আগেও র্যাডিক্যাল বামপন্থীরা ছিল, কিন্তু এটা একটু হাস্যকর হয়ে উঠছে।‘
4
8
এখানেই শেষ নয়, সোজা জোহরানকে নিশানা করে সোশ্যাল মিডিয়ায় ট্রাম্প লিখেছেন, ‘ওঁকে ভয়ঙ্কর দেখাচ্ছে।‘ জোহরানের কন্ঠস্বর নিয়েও তিনি মন্তব্য করেছেন সোশ্যাল মিডিয়া পোস্টে।
5
8
জোহরান পিতৃসূত্রে গুজরাটি। ছেলের সাফল্যে যারপরনাই খুশি মা মীরাও।
6
8
নিউ ইয়র্কবাসীর কাছে তাঁর আবেদন, “একজন মায়ের কথা শুনুন। যদি আপনারা একজন প্রগতিশীল মানুষকে মেয়র হিসাবে চান, তাহলে আমার ছেলেকে ভোট দিন।”
7
8
নির্বাচনে জোহরানের জিতে যাওয়ার সম্ভাবনা প্রবল, কারণ ওই জায়গা তাঁর দলের শক্ত ঘাঁটি সেকথা জানেন সকলেই।
8
8
কিন্তু, তার আগেই মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বিপরীত দলের প্রার্থীকে যেভাবে ব্যক্তি আক্রমণ করেছেন, তা নিয়ে হইচই।