২০২৫ সালের ৩০ জুলাই রাশিয়ার কামচাটকা উপদ্বীপে আঘাত হানা ৮.৮ মাত্রার ভূমিকম্পটি এখন পর্যন্ত রেকর্ড করা দশটি বৃহত্তম ভূমিকম্পের মধ্যে একটি। প্রচণ্ড ভূমিকম্পের ফলে রাশিয়ার কুরিল দ্বীপপুঞ্জ এবং জাপানের হোক্কাইডোতে সুনামি দেখা দিয়েছে। আমেরিকা এবং নিউজিল্যান্ড সহ অন্যান্য দেশেও সুনামি সতর্কতা জারি করা হয়েছে।
2
11
১৯৬০ সালে চিলির বায়োবিওতে ৯.৫ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে। এই ভূমিকম্পটিকে সাধারণত ভালদিভিয়া ভূমিকম্প বা গ্রেট চিলির ভূমিকম্প বলা হয়। যার ফলে ১,৬৫৫ জন নিহত এবং ২০ লক্ষ মানুষ গৃহহীন হয়ে পড়েছিল।
3
11
১৯৬৪ সালে আমেরিকার আলাস্কায় ৯.২ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে। এটিকে প্রায়শই গ্রেট আলাস্কা ভূমিকম্প, প্রিন্স উইলিয়াম সাউন্ড ভূমিকম্প বা গুড ফ্রাইডে ভূমিকম্প নামেও উল্লেখ করা হয়। এতে ১৩০ জন প্রাণ হারান এবং ২.৩ বিলিয়ন ডলারের ক্ষতি হয়েছিল।
4
11
২০০৪ সালে ইন্দোনেশিয়ার সুমাত্রায় ৯.১ মাত্রার ভূমিকম্প আঘাত হানে এবং এর ফলে বিশাল সুনামির সৃষ্টি হয়। এই ভূমিকম্পে দক্ষিণ এশিয়া এবং পূর্ব আফ্রিকা জুড়ে ২,৮০,০০০ এরও বেশি মানুষ নিহত এবং ১১ লক্ষ মানুষ বাস্তুচ্যুত হয়েছিল।
5
11
২০১১ সালে জাপানের তোহোকুতে ৯.১ মাত্রার ভূমিকম্পে ১৫ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়। এই ভূমিকম্পকে ‘গ্রেট তোহোকু ভূমিকম্প’ বলা হয়। প্রায় ১,৩০,০০০ মানুষ বাস্তুচ্যুত হয়েছিল।
6
11
১৯৫২ সালে রাশিয়ার কামচাটকা ক্রাইতে ৯.০ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে। এটি ছিল বিশ্বের প্রথম রেকর্ড করা ৯ মাত্রার ভূমিকম্প। এর ফলে হাওয়াইয়ে বিশাল সুনামি আঘাত হানে। যার ফলে এক মিলিয়ন ডলারেরও বেশি ক্ষতি হয়েছিল।
7
11
২০১০ সালে চিলির বায়োবিওতে ৮.৮ মাত্রার ভূমিকম্পে ৫২৩ জন নিহত হন। ৩,৭০,০০০ এরও বেশি ঘরবাড়ি ধ্বংস হয়ে যায়।
8
11
১৯০৬ সালে ইকুয়েডরের এসমেরালডাসে ৮.৮ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে। এই ভূমিকম্পটিকে ‘ইকুয়েডর-কলম্বিয়া ভূমিকম্প’ বলা হয়। এর ফলে এক শক্তিশালী সুনামি তৈরি হয় যার ফলে ১,৫০০ জন নিহত হন এবং উত্তরে সান ফ্রান্সিসকো পর্যন্ত আঘাত হানে।
9
11
১৯৬৫ সালে আমেরিকার আলাস্কায় ৮.৭ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে এবং এর ফলে ৩৫ ফুট উঁচু সুনামির সৃষ্টি হয় বলে জানা গিয়েছে।
10
11
১৯৫০ সালে ভারতের অরুণাচল প্রদেশে ৮.৬ মাত্রার ভূমিকম্প আঘাত হানে এবং ৭৮০ জনের প্রাণহানি ঘটে। ‘আসাম-তিব্বত ভূমিকম্প’ নামে পরিচিত। এর ফলে বিস্তীর্ণ অঞ্চলজুড়ে বড় বড় ভূমিধসের সৃষ্টি হয় এবং ঘরবাড়িতে ফাটল ধরে।
11
11
২০১২ সালে ইন্দোনেশিয়ার সুমাত্রায় ৮.৬ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে এবং প্রচণ্ড কম্পন অনুভূত হয়। এই ভূমিকম্পে বেশিরভাগ হতাহতের ঘটনা হৃদরোগে আক্রান্ত হয়ে ।