সোনার দাম আকাশছোঁয়া। বিয়ের মরশুমে যা রীতিমতো মধ্যবিত্তের নাগালের বাইরে। একটানা ঊর্ধ্বমুখীই। দাম কমার এখনও পর্যন্ত কোনও পূর্বাভাস নেই।
2
8
বরং বিশেষজ্ঞদের মতে, সোনার দাম আপাতত আর কমবে না। উল্লেখ্যযোগ্য পরিবর্তন হিসেবে সোনার দাম বাড়বেই। চলতি বছরে যা বিশ্বরেকর্ড ছুঁতে পারে।
3
8
বিশেষজ্ঞদের মতে, চলতি বছরেই ১০ গ্রাম খাঁটি সোনার দাম এক লক্ষ টাকা ছাড়াতে পারে। দীপাবলির শেষে নতুবা চলতি বছরের শেষের দিকে সোনার দাম এক লক্ষ টাকা ছুঁতে পারে।
4
8
আজ, সোমবার কলকাতায় ১০ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম ৭৯,৪৪০ টাকা। ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম ৮৬,৬৬০ টাকা। দিল্লিতে যা আরও খানিকটা বেশি। মুম্বই, বেঙ্গালুরু, হায়দরাবাদ, ভুবনেশ্বরের মতো শহরে দাম কলকাতার সমান।
5
8
সোনা ব্যবসায়ীদর অনুমান, বছরের শুরুতে যে কারণে সোনার দাম লাগামছাড়া, শেষদিকে ওই এক কারণেই দাম উল্লেখযোগ্যভাবে বাড়বে। কী কী কারণে সোনার দাম বাড়তে পারে?
6
8
বিশেষজ্ঞদের অনুমান, আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাণিজ্য যুদ্ধ অন্যতম একটি কারণ। ট্রাম্পের শুল্ক-নীতির ফলাফলে ভারতীয় মুদ্রায় ধস এবং ডলার চাঙ্গা রয়েছে। এটিও সোনার দাম বৃদ্ধির একটি কারণ।
7
8
তৃতীয়ত, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ। এই যুদ্ধের আবহে বিশ্ববাজারে সোনার দাম চড়চড়িয়ে বাড়ছে। আন্তর্জাতিক বাজারে সোনার চাহিদা রয়েছে। এই আবহে দাম আরও বাড়তে পারে।
8
8
নতুন বছরের শুরুতে সোনার দামে খানিকটা স্বস্তি পেয়েছিলেন মধ্যবিত্তরা। বিয়ের মরশুমে সোনা কেনার সেটাই ছিল সুবর্ণ সুযোগ। জানুয়ারির শেষ থেকে একটানা ঊর্ধ্বমুখীই। ২০২৫ সালের শেষে এক লক্ষ টাকার গণ্ডি ছাড়িয়ে যাবে ২৪ ক্যারাট সোনার দাম।