ভারত-দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট অনুষ্ঠিত হবে গুয়াহাটির বর্ষাপাড়া ক্রিকেট স্টেডিয়ামে। সেখান মধ্যাহ্নভোজের আগে হবে চা-পানের বিরতি।
2
5
দ্বিতীয় টেস্ট নতুন নিয়মে খেলা হবে। বদলে যাবে সময়। কারণ ভারতের সেই প্রান্তে তাড়াতাড়ি সূর্যোদয় এবং সূর্যাস্ত হয়। তাই নির্ধারিত সময়ের থেকে খেলা ৩০ মিনিট আগে শুরু হবে।
3
5
দিনের টেস্টে বিরতির সময় বদলে যাবে। ক্রিকেটাররা মধ্যাহ্নভোজের বিরতিতে যাওয়ার আগে চায়ের বিরতি হবে।
4
5
সকাল সাড়ে আটটায় হবে টস। ৯ টায় শুরু হবে খেলা। ১১টা পর্যন্ত প্রথম সেশন। তারপর ২০ মিনিটের চায়ের বিরতি। তারপর ১১.২০ মিনিট থেকে ১.২০ পর্যন্ত দ্বিতীয় সেশন। ১.২০ মিনিট থেকে দুপুর দুটো মধ্যাহ্নভোজের বিরতি। বিকেল চারটের মধ্যে খেলা শেষ।
5
5
গুয়াহাটির এই স্টেডিয়ামে প্রথম টেস্ট। এর আগে মেয়েদের ক্রিকেট বিশ্বকাপ এবং আইপিএলের ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার থেকে ইডেনে শুরু প্রথম টেস্ট। শেষবার ২০২১-২২ মরশুমে ঘরের মাঠে ফ্রিডম ট্রফি জিতেছিল দক্ষিণ আফ্রিকা।