বিয়ের আসরে রীতিমতো হুলস্থুল কাণ্ড। পাত্রীর বদলে, তাঁর সুন্দরী বান্ধবীর গলায় মালা পড়ালেন পাত্র। এখানেই থেমে থাকেননি। ভুল শুধরাতে গিয়ে আরও একাধিক ভুল করেন তিনি।
3
8
পাত্রীর আশেপাশে দাঁড়িয়ে থাকা বন্ধু, আত্মীয়দের গলাতেও মালা পরিয়ে দেন। মত্ত পাত্রের এহেন আচরণে প্রথমে কষ্ট পেয়েছিলেন পাত্রী। ছাদনাতলায় দাঁড়িয়ে হাউমাউ করে কেঁদেও ফেলেন। কিন্তু তারপরেই চরম পদক্ষেপ করেন।
4
8
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের বরেলির নওগাঁও ভগবতপুর গ্রামে। পুলিশ জানিয়েছে, ২৬ বছর বয়সি রবীন্দ্র কুমারের সঙ্গে ২১ বছর বয়সি রাধাদেবীর বিয়ের আসর বসেছিল।
5
8
কনের আত্মীয়দের অভিযোগ, বিয়ের আসরে বহু দেরিতে পৌঁছেছিলেন রবীন্দ্র কুমার। মত্ত অবস্থায় সেখানে পৌঁছে আরও মদ্যপান করতে শুরু করেছিলেন।
6
8
বিয়ের আচার-অনুষ্ঠানে তাঁর মন ছিল না। বরং বন্ধুদের সঙ্গে মদ্যপান করতেই ব্যস্ত ছিলেন। ছাদনাতলায় দাঁড়িয়ে প্রথমে পাত্রীর বান্ধবীর গলায় মালা পরান। এরপর তাঁর আরেক বন্ধু এবং শেষে এক আত্মীয়ের গলাতেও মালা পরান।
7
8
পাত্রের এই আচরণে ক্ষুব্ধ হয়ে, সকলের সামনে তাঁকে কষিয়ে থাপ্পড় মারেন পাত্রী। সঙ্গে সঙ্গে বিয়ে ভাঙার ঘোষণা করেন।
8
8
পাত্রীর পরিবারের অভিযোগ, বিয়ের জন্য পণ চেয়েছিল পাত্রের পরিবার। পণ দেওয়ার পরেও তাঁরা সন্তুষ্ট ছিলেন না। বরং বিয়ের আসরে এসেও মদ্যপান করে অশান্তি করেন। পাত্রীর অভিযোগের ভিত্তিতে রবীন্দ্র কুমারকে গ্রেপ্তার করেছে পুলিশ।