আজকাল ওয়েবডেস্ক: সমুদ্রের নীল রঙে হারিয়ে যেতে কার না ইচ্ছে করে? কিন্তু সমুদ্রপ্রেমী হলেও অনেকেই আজকাল সৈকতে যেতে চান না। কারণ অধিকাংশ নাম করা সৈকতেই থাকে পর্যটকের ভিড়। জনাকীর্ণ হওয়ার পাশাপাশি বহু সৈকতেই দেখা যায় আবর্জনার স্তূপ এবং নোংরা জল। তবে জানেন কি ভারতেই রয়েছে এমন কিছু সি বিচ যেগুলি পরিচ্ছন্নতায় টক্কর দিতে পারে বিদেশি সৈকতকেও?
2
11
রাধানগর সৈকত, আন্দামান: আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের এই সৈকতটি হ্যাভলক দ্বীপের এক রত্ন। নীল জল আর সাদা বালির অপূর্ব মেলবন্ধন দেখা যায় এখানে। সূর্যোদয় আর সূর্যাস্তের সময় এখানকার দৃশ্য মনে রাখার মতো। অনেকেই এই সৈকতটিকে এশিয়ার সেরা সৈকত হিসাবে বিবেচনা করেন।
3
11
পাড়ুবিদ্রি সমুদ্র সৈকত, কর্ণাটক: কর্ণাটকের উদুপি জেলার এই সৈকতটি শান্ত পরিবেশের জন্য পরিচিত। ব্লু ফ্ল্যাগ সার্টিফাইড হওয়ায় এর পরিচ্ছন্নতা নিয়ে প্রশ্নের কোনও অবকাশ নেই। এখানে ওয়াটার স্পোর্টসের ব্যবস্থাও আছে। সৈকতটি তুলনামূলকভাবে শান্ত এবং নির্জন, বিশ্রাম নেওয়ার জন্য আদর্শ।
4
11
কোভালাম সমুদ্র সৈকত, তামিলনাড়ু: চেন্নাইয়ের কাছে এই সৈকতটি স্থানীয়দের এবং পর্যটকদের প্রিয় জায়গা। এই সৈকতের প্রাকৃতিক সৌন্দর্য্য পর্যটকদের আকর্ষণ করে। ভিড় কিঞ্চিৎ বেশি হলেও সৈকতটি বেশ পরিস্কার। এখানে বিভিন্ন ধরণের সামুদ্রিক খাবারের দোকানও রয়েছে। তাই ভ্রমণের পাশাপাশি রসনাতৃপ্তির সুযোগও রয়েছে এখানে।
5
11
গোল্ডেন বিচ, ওড়িশা: বাঙালির অতি পরিচিত পুরীতেই যে এমন সুন্দর একটি সৈকত রয়েছে তা জানেন না অনেকেই। পুরীর এই সৈকতের সোনালি বালিতে সূর্যাস্তের দৃশ্য অপূর্ব সুন্দর। জগন্নাথ মন্দির কাছেই অবস্থিত, তাই ধর্মীয় গুরুত্ব ও প্রাকৃতিক সৌন্দর্য একসঙ্গে উপভোগ করা যায়।
6
11
চন্দ্রভাগা সমুদ্র সৈকত, ওড়িশা: কোনার্কের সূর্য মন্দিরের কাছে অবস্থিত এই সৈকতটি বেশ নিরিবিলি। এটি পরিষ্কার এবং পরিবেশ বান্ধব সমুদ্র সৈকত। সৈকতটি তুলনামূলকভাবে কম জনাকীর্ণ, যা বিশ্রাম নেওয়ার জন্য আদর্শ। যাঁরা পুরীর সমুদ্র পছন্দ করেন কিন্তু ভিড় পছন্দ করেন না, তাঁদের জন্য আদর্শ গন্তব্য হতে পারে এই বিচ।
7
11
কাপ্পাড় সৈকত, কেরল: কালিকটের কাছে এই সৈকতের ঐতিহাসিক গুরুত্বও রয়েছে। এখানেই ভাস্কো দা গামা ১৪৯৮ সালে পা রেখেছিলেন। এখানেও বিভিন্ন ধরণের জলক্রীড়ার সুযোগ রয়েছে।
8
11
ইডেন বিচ, পন্ডিচেরী: পন্ডিচেরীর কাছে এই সৈকতটি স্বচ্ছ জলের জন্য পরিচিত। পরিচ্ছন্নতায় এই বিচ যে কোনও বিদেশি সৈকতের সমতুল্য। এখানেও বিভিন্ন ধরণের জলক্রীড়ার সুযোগ রয়েছে।
9
11
পালোলেম সৈকত, গোয়া: দক্ষিণ গোয়ার এই সৈকতটি তার অর্ধচন্দ্রাকার আকৃতির জন্য বিখ্যাত। সৈকতটির প্রাকৃতিক সৌন্দর্য দেখলে চোখ জুড়িয়ে যায়।
10
11
বেনৌলিম সৈকত, গোয়া: গোয়ার এই সৈকতটি খুবই নিরিবিলি। একান্তে কয়েকদিন ছুটি কাটানোর জন্য আদর্শ। গোয়া একসময় পর্তুগিজ উপনিবেশ ছিল, এখনও পর্তুগিজ সংস্কৃতির কিছু কিছু চিহ্ন পাওয়া যায় এখানে।
11
11
মারারি সৈকত, কেরল: আলেপ্পির কাছে অবস্থিত এই সৈকতটি নিরিবিলি পরিবেশের জন্য পরিচিত।এখানে বিভিন্ন ধরণের আয়ুর্বেদিক রিসর্ট রয়েছে। প্রকৃতির স্পর্শ পেতে এবং বিশ্রাম নিতে চাইলে এই সৈকত আদর্শ গন্তব্য হতে পারে।