ভারতের সঙ্গে সংঘর্ষের পর, এবার আফগানিস্তানের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছে পাকিস্তান। আর তার ফলও পাচ্ছে হাতেনাতে। তথ্য তেমনটাই।
2
8
জানা গিয়েছে,আফগানিস্তান সীমানা বন্ধ করতেই, পাকিস্তানে সবজির আকাল। রাতারাই টমেটোর দামই বেড়ে গিয়েছে চার'শ শতাংশ।
3
8
১১ অক্টোবর থেকে দুই দেশের মধ্যে সীমান্ত ক্রসিং বন্ধ রয়েছে।
4
8
কাবুলের পাক-আফগান চেম্বার অফ কমার্সের প্রধান খান জান আলোকোজে বৃহস্পতিবার আন্তর্জাতিক সংবাদ সংস্থায় জানিয়েছেন, যুদ্ধ শুরু হওয়ার পর থেকে সমস্ত বাণিজ্য ও পরিবহন বন্ধ রয়েছে। তাতে প্রতিদিন দু' দেশেরই অন্তত প্রায় ১০ লক্ষ ডলার ক্ষতির হচ্ছে বলে জানিয়েছেন তিনি।
5
8
এই প্রসঙ্গে উল্লেখ্য, দু' দেশের মধ্যে বার্ষিক ২.৩ বিলিয়ন ডলারের বাণিজ্যের বেশিরভাগই তাজা ফল, শাক-সবজি, খনিজ পদার্থ, ওষুধ, গম, চাল, চিনি, মাংস এবং দুগ্ধজাত পণ্য দিয়ে তৈরি সামগ্রী।
6
8
পাকিস্তানি রান্নায় ব্যাপকভাবে ব্যবহৃত টমেটোর দাম ৪০০% এরও বেশি বেড়ে গিয়েছে।
7
8
বর্তমানে প্রতি কেজি প্রায় ৬০০ পাকিস্তানি রুপি (২.১৩ ডলার) হয়েছে। আপেল, যা বেশিরভাগই আফগানিস্তান থেকে আসে, তার দামও বাড়ছে হুড়মুড়িয়ে।
8
8
উত্তর-পশ্চিম পাকিস্তানের প্রধান তোরখাম সীমান্ত ক্রসিংয়ের একজন পাকিস্তানি কর্মকর্তা জানিয়েছেন, সীমান্তের দু'পাশে প্রায় ৫,০০০ পণ্যবাহী কন্টেনার আটকে পড়েছে।