২০২৬-এ শনির সাড়ে সাতির গ্রাসে কারা? কারাই বা মুক্তির পথে?
নিজস্ব সংবাদদাতা
৩ জানুয়ারি ২০২৬ ১৫ : ২৪
শেয়ার করুন
1
5
১) ২০২৬ সালে কুম্ভ রাশির জাতক-জাতিকাদের সাড়ে সাতির তৃতীয় ও শেষ পর্ব চলবে, যা দীর্ঘ পরীক্ষার সমাপ্তি ও ধীরে ধীরে মুক্তির ইঙ্গিত দেয়, তবে কথা ও আর্থিক সিদ্ধান্তে শেষ মুহূর্ত পর্যন্ত সতর্ক থাকা জরুরি। ২০২৭ সালের জুন মাস নাগাদ শনির কেবল থেকে চিরতরে মুক্তি পাবেন কুম্ভ রাশির জাতক-জাতিকারা।
2
5
মীন রাশির ক্ষেত্রে ২০২৬ সালে সাড়ে সাতির দ্বিতীয় বা মূল পর্ব চলবে, যা সবচেয়ে কঠিন পর্ব হিসেবে জীবনে বড় পরিবর্তন, দায়িত্ব বৃদ্ধি ও গভীর আত্ম-অনুসন্ধানের সময় নির্দেশ করে।
3
5
মেষ রাশির জন্য ২০২৬ সালে সাড়ে সাতির প্রথম পর্ব সক্রিয় থাকবে, যার ফলে মানসিক চাপ, দুশ্চিন্তা ও ধৈর্যের পরীক্ষা হতে পারে, তবে শনি এই সময় ধীরে ও শৃঙ্খলাবদ্ধভাবে এগোতে শেখাবেন।
4
5
২০২৬ সালে শনি রাশি পরিবর্তন করবে না এবং সারা বছর মীন রাশিতেই অবস্থান করবে, ফলে সাড়ে সাতির প্রভাব ধারাবাহিকভাবে বজায় থাকবে।
5
5
২০২৬ সালে সাড়ে সাতি থাকবে মীন, কুম্ভ ও মেষ রাশির উপর, পাশাপাশি শনির ঢাইয়া চলবে সিংহ ও ধনু রাশিতে।