মুম্বইয়ে বিশ্ব এডস দিবস উপলক্ষে আয়োজিত অ্যাশলে রেবেলোর ফ্যাশন শোতে ঝলমলে র্যাম্প ওয়াক করে নজর কাড়লেন সানি লিওনি। গত ২৯ নভেম্বর, ২০২৫-এ অনুষ্ঠিত এই শো-তে দুই তারকাই সাহসী 'মিনি সিলুয়েট' পোশাকে নিজেদের গ্ল্যামার বাড়িয়ে দেন, যা ফ্যাশন জগতে আলোচনার জন্ম দেয়।
2
6
সানি লিওনির পোশাক ছিল বেশ সাহসী ছোঁয়া। তিনি র্যাম্পে আসেন একটি ঝলমলে রূপালী টপ এবং একটি জমকালো হট পিঙ্ক স্কার্ট পরে। পরে তিনি স্কার্টটি খুলে একটি অন্য পোশাকে পরিণত করেন। তাঁর এনসেম্বলটিতে ছিল সিকুইন এবং আয়নার কাজ করা একটি ব্র্যালেট, যার সঙ্গে মিল ছিল মিনি স্কার্টের।
3
6
তবে এই পোশাকের সবচেয়ে উল্লেখযোগ্য অংশ ছিল স্কার্টে লাগানো নিরোধের প্যাকেট। বিশ্ব এডস দিবসের সচেতনতামূলক থিমের অংশ হিসেবে এটি ব্যবহার করা হয়েছিল। সানি লিওনি বিষয়টি সম্পূর্ণ নিজস্ব ভঙ্গিমায় গ্রহণ করেন এবং রেড কার্পেটে মজা করে বলেন যে প্যাকেটে থাকা নিরোধগুলো অব্যবহৃত।
4
6
এই লুকের সাথে তিনি পরেছিলেন উঁচু রূপালী প্ল্যাটফর্ম হিল এবং রূপালী চেন দিয়ে তৈরি একটি স্টেটমেন্ট হেড স্কার্ফ। তাঁর মেকআপ ছিল পরিপূর্ণ গ্ল্যামারাস। গ্লসি বেস, মেটালিক সিলভার আইশ্যাডো এবং ন্যুড লিপস। চুল বাঁধা ছিল একটি স্লিক বান-এ, যাতে পোশাকের অভিনব ডিজাইনের উপরই নজর থাকে।
5
6
সানির এই লুক রীতিমতো ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। কেউ কেউ তাঁর সাহসীকতা ও চিন্তাভাবনাকে সাধুবাদ জানিয়েছেন। অন্যদিকে, বরাবরের মতো কিছু নেটিজেন তাঁকে নিয়ে কটাক্ষ করতেও ছাড়েননি।
6
6
প্রসঙ্গত, এক সময় 'দুষ্টু ছবি'র নায়িকা হিসেবে পরিচিত ছিলেন সানি লিওনি। 'জিসম ২'-এর হাত ধরে বলিউডের এন্ট্রি নিয়েছিলেন সানি। মাঝেমধ্যেই চর্চায় থাকেন তিনি। এবারও তার ব্যতিক্রম হল না।