'সুলতান' থেকে 'বজরঙ্গি ভাইজান' সবেতেই 'না' বলেছেন! সলমনের নায়িকা হতে কেন চান না দীপিকা?
Snigdha Dey
শুক্রবার, 10 অক্টোবর 2025
1
6
বলিউডের লেডি সুপারস্টার দীপিকা পাডুকোন একবার, দু'বার নয় পরপর পাঁচবার সলমন খানের সঙ্গে বড়পর্দায় কাজ করার সুযোগ প্রত্যাখ্যান করেছিলেন বলে জানা যায়। এই নিয়ে বলিপাড়ায় এবং দুই তারকার অনুরাগীদের মধ্যে জল্পনার শেষ নেই।
2
6
দীপিকা পাডুকোন ও সলমন খান—এই দুই তারকাকে একসঙ্গে একটি ছবিতে দেখার জন্য অনুরাগীরা দীর্ঘদিন ধরেই অপেক্ষা করছেন। তবে, বলিউডের অন্দরের খবর দীপিকা নাকি প্রায় ছ'টি ছবিতে সালমানের বিপরীতে অভিনয়ের প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন।
3
6
যে ছবিগুলোতে দীপিকা পাডুকোন কাজ করার সুযোগ পেয়েও ফিরিয়ে দিয়েছিলেন বলে শোনা যায়, সেগুলোর মধ্যে রয়েছে 'জয় হো'। শোনা যায়, এই ছবির জন্য প্রথম পছন্দ ছিলেন দীপিকা, কিন্তু তিনি এই প্রস্তাব ফিরিয়ে দেন। পরে ছবিটি সফল হয়। রয়েছে 'কিক'। দীপিকাকে এই ছবির প্রধান চরিত্রে অভিনয়ের প্রস্তাব দেওয়া হয়েছিল বলে জানা যায়, তবে তিনি রাজি হননি।
4
6
তালিকায় আছে 'প্রেম রতন ধন পায়ো'। এই ছবিতেও সলমন খানের বিপরীতে নায়িকার ভূমিকার জন্য দীপিকাকে প্রস্তাব দেওয়া হয়েছিল। ছিল 'বজরঙ্গি ভাইজান'। সলমনের কেরিয়ারের অন্যতম সফল এই ছবিটির প্রস্তাবও নাকি দীপিকা প্রত্যাখ্যান করেছিলেন। 'সুলতান'-এর প্রস্তাবও গিয়েছিল দীপিকার কাছে। কুস্তিগিরের চরিত্রে দীপিকাকে নির্বাচন করতে চেয়েছিলেন নির্মাতারা, কিন্তু তিনি এই সুযোগও ছেড়ে দেন।
5
6
'শুদ্ধি', করণ জোহরের এই উচ্চাকাঙ্ক্ষী প্রকল্পটি শেষ পর্যন্ত বাতিল হয়ে গেলেও, প্রাথমিকভাবে দীপিকাকেই প্রধান অভিনেত্রীর ভূমিকা প্রস্তাব করা হয়েছিল। আশ্চর্যজনকভাবে, দীপিকা তাঁর বলিউড যাত্রা শুরু করার আগেও একবার সলমনের বিপরীতে অভিনয়ের প্রস্তাব পেয়েছিলেন। কিন্তু ভাগ্যের ফেরে, তিনি শাহরুখ খানের বিপরীতে 'ওম শান্তি ওম' ছবিতে অভিনয় করে নিজের গ্র্যান্ড ডেবিউ করেন।
6
6
পরবর্তীকালে, দীপিকা অবশ্য সলমন খানের সঙ্গে কাজ করার ইচ্ছা প্রকাশ করেছিলেন সঞ্জয় লীলা বনশালির ছবি 'ইনশাল্লাহ'-তে। তবে, সেই ছবিতে শেষ পর্যন্ত আলিয়া ভাটকে কাস্ট করা হয়, যদিও ছবিটি পরে স্থগিত হয়ে যায়। অভিনেত্রীর এই বারবার প্রত্যাখ্যানের কারণ হিসেবে দীপিকা কখনও চিত্রনাট্য বা চরিত্রের প্রতি তাঁর অনীহার কথা উল্লেখ করেছেন।