স্মার্টফোনে অত্যন্ত প্রয়োজনীয় পিন পাসওয়ার্ডের মাধ্যমে বা স্ক্রিন লক। ফোনে ব্যক্তিগত জিনিসপত্র যাতে ফাঁস না হয় সে কারণেই এই নিরাপত্তা নেন সকলে।
2
6
কিন্তু সিকিউরিটি লক ভুলে যাওয়াটা আরও বিপজ্জনক। আজকাল ফোন প্রতিটি ক্ষেত্রে কাজে লাগে। সেক্ষেত্রে, লক ভুলে গেলে কোনও কাজই করা সম্ভব হয়না।
3
6
এই প্রতিবেদনে এমন একটি উপায়ের কথা জানাব যেখানে পিন বা পাসওয়ার্ড ভুলে গেলেও তা সমাধানের উপায় রয়েছে। এই সমস্যাটি সমাধানের জন্য একটি সহজ কিন্তু নিশ্চিত উপায় রয়েছে।
4
6
প্রথমে ব্যবহারকারীদের পাওয়ার এবং ভলিউম ডাউন বাটন টিপতে হবে। ফোনটি চালু হওয়া এবং বুট মোড যতক্ষণ না দেখা যাচ্ছে ততক্ষণ অপেক্ষা করতে হবে। ভলিউম বাটনটি ব্যবহার করে রিকভারি মোডে নিয়ে আসতে হবে এবং পাওয়ার বাটন ক্লিক করে এটি সিলেক্ট করতে হবে।
5
6
এরপর স্ক্রিনে নো কম্যান্ড বার্তা দেখা যাবে। এরপরেই পাওয়ার বাটনটি একবার টিপতে হবে। শেষে ভলিউম আপ বাটনটি একবার টিপে ছেড়ে দিলে প্রক্রিয়া সম্পূর্ণ হবে।
6
6
এরপর ফোনটি রিবুট হলে পাসওয়ার্ড আর লাগবে না খুলতে। কিন্তু সেটি একদম নতুনের মতো হয়ে যাবে। ব্যবহার শুরু করার জন্য গুগল লগইন করতে হবে। তবে এই রিবুট প্রক্রিয়ায় মুছে যাবে ফোনে রাখা সমস্ত তথ্য।