থাইল্যান্ড ভারতীয় পর্যটকদের জন্য অন্যতম পছন্দের একটি জায়গা। ভাসমান মার্কেট থেকে শুরু করে বিখ্যাত বিচ সব কিছুই আকর্ষণ করে পর্যটকদের। সে দেশে ঘুরতে গিয়ে কী কী অবশ্যই করবেন, তা তুলে ধরা হল আজকের প্রতিবেদনে।
2
7
থাইল্যান্ডে বেশ কিছু বিখ্যাত মন্দির রয়েছে। ব্যাংককের ভাট অরুন এবং চিয়াং রাইয়ের দ্য হোয়াইট টেম্পল অন্যতম বিখ্যাত। এগুলি মিস করবেন না কোনও ভাবেই
3
7
ভাসমান মার্কেট অন্যতম পর্যটনস্থল। সবজি থেকে শুরু করে সব ধরণের মশলা বিক্রি করা হয় নৌকাতেই। নৌকাবিহার করতে করতেই আপনি কেনাকাটা করতে পারবেন।
4
7
ব্যাংককের ভাট ট্রাইমিতের বিশাল বুদ্ধমূর্তি দেখতে ভুলবেন না। ৯২ মিটার লম্বা এবং ৬৩ মিটার প্রশস্ত মূর্তিটি বিশ্বের অন্যতম বৃহত্তম বুদ্ধমূর্তি।
5
7
ফুকেট, কোহ সামুই এবং পাট্টায়ার সুন্দর সমুদ্রসৈকতগুলি ঘুরে দেখুন। আপনার সঙ্গীর সঙ্গে সময় কাটানোর সেরা ঠিকানা এই বিচগুলি।
6
7
খাঁটি থাই খাবার চেখে দেখুন। পাড থাই, গ্রিন কারি, রেড কারি এবং ম্যাঙ্গো স্টিকি রাইসের মতো পদ গুলি আপনার মন খুশি করে দেবে। পর্যটকদের কাছেও বেশ জনপ্রিয়।
7
7
ফি ফি আইল্যান্ড বা কোহ তাও-এর ওয়াটার স্পোর্টসগুলি উপভোগ করুন। স্কুবা ডাইভিং, জেট স্কিয়িং, কায়াকিং বা ব়্যাফ্টিং করুন। সমুদ্র যারা ভালবাসেন থাইল্যান্ড তাদের কাছে স্বর্গ।