সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় বলিউডের 'কিং খান' শাহরুখ খানের দ্বাদশ শ্রেণি অর্থাৎ উচ্চমাধ্যমিক পরীক্ষার নম্বরপত্র সম্পর্কিত পুরনো একটি নথি ব্যাপক ভাইরাল হয়েছে। ছবিটি হল তাঁর দিল্লিতে অবস্থিত হংসরাজ কলেজের ভর্তি ফর্মের একটি অংশ, যা অনুরাগীদেরকে সুপারস্টার হওয়ার আগের সেই সরল ছাত্রজীবনটির নস্টালজিয়ায় ফিরিয়ে নিয়ে গিয়েছে। এটি দেখায়, যখন তিনি কেবল একজন সাধারণ দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন, তখন তাঁর স্বপ্নগুলি সবে আকার নিচ্ছিল।
2
6
এই ভাইরাল হওয়া নথিটিতে শাহরুখের দ্বাদশ শ্রেণির বিষয়ভিত্তিক স্কোরগুলি বিস্তারিতভাবে দেখানো হয়েছে। ফর্মের তথ্য অনুযায়ী, তিনি তাঁর ঐচ্ছিক বিষয়ে ৯২ নম্বর পেয়েছিলেন, যা তাঁর স্কুল জীবনের সর্বোচ্চ স্কোর। এছাড়া, গণিত এবং পদার্থবিদ্যা-এর মতো গুরুত্বপূর্ণ বিষয়ে তিনি একই নম্বর— ৭৮ করে অর্জন করেছিলেন।
3
6
তবে, সবচেয়ে আলোচনার বিষয় হল ইংরেজিতে তাঁর প্রাপ্ত নম্বর, যা ছিল মাত্র ৫১। এই নম্বরগুলো নেটমাধ্যমে ছড়িয়ে পড়ার পর শাহরুখ-ভক্তরা মজাদার মন্তব্য করছেন এবং 'কিং খান'-এর শিক্ষাজীবনের এই বিরল ঝলকটি উপভোগ করছেন।
4
6
এই নথি প্রমাণ করে যে, আজকের এই বিশ্ববিখ্যাত অভিনেতা হওয়ার আগেও তিনি ছিলেন আর পাঁচটা সাধারণ স্কুলছাত্রের মতোই।
হংসরাজ কলেজে ভর্তির আগে শাহরুখ খান দিল্লির সেন্ট কলম্বাস স্কুল থেকে তাঁর স্কুলিং সম্পন্ন করেন। সেখানে তিনি পড়াশোনার পাশাপাশি খেলাধুলা এবং সাংস্কৃতিক কার্যক্রমে একজন 'অল-রাউন্ডার' হিসেবে পরিচিত ছিলেন।
5
6
এরপর, ১৯৮৫ থেকে ১৯৮৮ সাল পর্যন্ত তিনি হংসরাজ কলেজে বি.এ. (অনার্স) অর্থনীতি নিয়ে স্নাতক স্তরের পড়াশোনা করেন। ক্যাম্পাসের এই দিনগুলিতে তিনি অ্যাকাডেমিকসের সঙ্গে থিয়েটার ও খেলাধুলার মাঝে সময় ভাগ করে নিতেন। শাহরুখ খান নিজে একাধিকবার স্বীকার করেছেন যে, কলেজের এই সময়টি তাঁর জীবনের ভিত্তি তৈরি করেছিল, যা তাঁর নিয়মানুবর্তিতা এবং শিল্পীসত্ত্বার উপর গভীর প্রভাব ফেলেছিল।
6
6
স্নাতক শেষ করার পর তিনি জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ে গণযোগাযোগে স্নাতকোত্তর ডিগ্রির জন্য ভর্তি হন। যদিও তিনি কোর্সটি অসমাপ্ত রেখে চলে আসেন। এরপর তিনি থিয়েটার পরিচালক ব্যারি জনের সঙ্গে কাজ শুরু করেন এবং তারপর টেলিভিশন ও ছবির জগতে তাঁর যাত্রা শুরু হয়। এরপরের ইতিহাস তো সকলেরই জানা—তিনি বিশ্বের অন্যতম জনপ্রিয় অভিনেতায় পরিণত হন।