আদিত্য ধরের নজরকাড়া স্পাই থ্রিলার ‘ধুরন্ধর’ মুক্তি পাচ্ছে ২০২৫ সালের ৫ ডিসেম্বর। কিন্তু তার আগেই ছবির ট্রেলার আলোড়ন ফেলেছে নেটদুনিয়ায়। সত্য ঘটনা অবলম্বনে তৈরি এই চলচ্চিত্র যেন ভারতের কাউন্টার-টেররিজম ইতিহাসের একটা সিনেম্যাটিক কোলাজ, যেখানে প্রতিটি চরিত্রের নেপথ্যে লুকিয়ে আছে কোনও না কোনও বাস্তব চরিত্রের গল্প।
2
7
ট্রেলারের শুরুতেই রণবীর সিংকে দেখে মনে হয় যেন তিনি যেন ‘নরকের ক্রোধ’। যদিও তাঁর চরিত্রের নাম প্রকাশ করা হয়নি, অনলাইন গুঞ্জন বলছে অশোক চক্র-জয়ী শহিদ মেজর মোহিত শর্মা-র চরিত্রের উপর ভিত্তি করে বানানো এই চরিত্র। পাকিস্তানে গোপন অভিযানে ‘ইফতিকার ভাট’ নামে অনুপ্রবেশ থেকে শুরু করে কুপওয়ারার জঙ্গি দমন! ট্রেলারে রণবীরের লুক আর গতিবিধি একেবারে যেন মোহিত শর্মার প্রতিচ্ছবি। যুদ্ধে একের পর এক জঙ্গিকে নির্মূল করে শহিদ হন এই স্পেশ্যাল অপারেশন কমান্ডো।
3
7
ট্রেলারের সবচেয়ে হিমশীতল মুহূর্তটি আসে অর্জুন রামপালের হাত ধরে। তাঁর চরিত্র ‘মেজর ইকবাল’, যাঁর চোখে ঠাণ্ডা মৃত্যু। বাস্তব অনুপ্রেরণা ভয়ঙ্কর জঙ্গিনেতা ইলিয়াস কাশ্মিরি, যিনি একসময় পরিচিত ছিলেন “নিউ ওসামা বিন লাদেন” নামে। মুম্বই হামলা-সহ একাধিক জঙ্গি হামলার সঙ্গে যাঁর নাম জড়িয়ে আছে, সেই নিষ্ঠুর কাশ্মিরীই যেন ফের জীবন্ত হয়ে উঠেছেন রামপালের পারফরমেন্সে। ২০১১-তে এক মার্কিন ড্রোন হামলায় তাঁর মৃত্যু হয় বলে জানা যায়।
4
7
এবার আসল ধাক্কা-আর. মাধবন। শান্ত, সংযত, কিন্তু চোখে প্রবল তীক্ষ্ণতা। তাঁর চরিত্র ‘অজয় সান্যাল’, যাকে স্পষ্টভাবে অনুপ্রাণিত করা হয়েছে ভারতের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজর অজিত ডোভাল থেকে। আইসি-৮১৪ হাইজ্যাক আলোচনা, সার্জিক্যাল স্ট্রাইক, বালাকোট আক্রমণ- ভারতের আধুনিক স্ট্র্যাটেজিক ইতিহাসে ডোভালের ভূমিকা কিংবদন্তি। ট্রেলারে মাধবনের সেই আগ্রাসী মনোলগ যেন তাঁরই ভাবধারা ফিরিয়ে আনে “সন্ত্রাসের হৃদয়ে ঢোকার কৌশল”।
5
7
অক্ষয় খন্না-র চরিত্র অন্ধকার জগতের আরও এক দরজা খুলে দেয়। তাঁর ‘রেহমান ডাকাইত’ তৈরি হয়েছে করাচির কুখ্যাত আন্ডারওয়ার্ল্ড কিং সর্দার আবদুল রেহমান বালোচ-এর অবয়বে। ড্রাগ স্মাগলারের ছেলে থেকে শুরু করে ‘পিপলস আমান কমিটি’র প্রতিষ্ঠাতা রেহমান ডাকাইত ছিলেন ভয় এবং দাপটের আরেক নাম, যিনি বিতর্কিত পুলিশ এনকাউন্টারে মারা যান ২০০৯ সালে।
6
7
আর ছবির সবচেয়ে বিস্ফোরক চরিত্র সঞ্জয় দত্ত। তিনি ‘এসপি চৌধুরি আসলম’, যাঁর বাস্তব ছায়া পাকিস্তানের কিংবদন্তি এনকাউন্টার স্পেশালিস্ট চৌধুরি আসলাম খান। করাচির আন্ডারওয়ার্ল্ড শুদ্ধ করতে গিয়ে বহুবার মৃত্যুর মুখোমুখি হয়েছিলেন তিনি, শেষ পর্যন্ত ২০১৪-র এক বোমা হামলায় প্রাণ হারান।
7
7
সারা অর্জুন-সহ শক্তিশালী কাস্ট নিয়ে ‘ধুরন্ধর’ এখন থেকেই বছরের সবচেয়ে আলোচিত মুক্তিপ্রাপ্ত ছবির তকমা পেয়ে গেছে। বাস্তব রক্তাক্ত ইতিহাসের সঙ্গে সিনেমার শিহরণ'এবার বাকি শুধু ৫ ডিসেম্বরের কাউন্টডাউন।