বৈদিক জ্যোতিষশাস্ত্র এবং হিন্দু ধর্মে পূর্ণিমার বিশেষ গুরুত্ব রয়েছে। এই তিথিকে অত্যন্ত শুভ বলে মনে করা হয়। পৌষ পূর্ণিমায় গঙ্গা স্নান, ব্রত পালন এবং দান ধ্যান করলে সৌভাগ্য অর্জন করা যায়। বছরের প্রথম এবং অন্যতম শক্তিশালী পূর্ণিমায় দেবী লক্ষ্মীর কৃপা পেতে চাইলে কী করণীয় জেনে নিন। ছবি- সংগৃহীত
2
7
পূর্ণিমা তিথিতে দেবী লক্ষ্মীর পুজো করা হয়। এতে ধনসম্পত্তি বৃদ্ধি পায়। সংসারে শ্রীবৃদ্ধি ঘটে, উপচে পড়ে সমৃদ্ধি। আর পৌষ পূর্ণিমায় যদি এই সহজ টোটকা করেন তবে দেবী লক্ষ্মী অচলা হয়ে আপনার সংসারে থাকবেন। প্রসন্ন হয়ে দেবের বিশেষ আশীর্বাদ। ছবি- সংগৃহীত
3
7
জেনে নিন পৌষ পূর্ণিমায় কোন টোটকা করবেন। হিন্দু ধর্মে কড়িকে দেবী লক্ষ্মীর প্রতীক বলে মনে করা হয়। আর হলুদ তো অত্যন্ত শুভ। এটি পবিত্রতা এবং সমৃদ্ধি প্রতীক। তাই পৌষ পূর্ণিমায় যে টোটকা করবেন তাতে এই দু'টি উপাদান লাগবে। ছবি- সংগৃহীত
4
7
৩ জানুয়ারি পড়েছে বছরের প্রথম এবং পৌষ পূর্ণিমা। এদিন ১১টা হলুদ কড়ি নিন। তাতে হলুদের প্রলেপ লাগান। এরপর পুজো করার সময় দেবী লক্ষ্মীর পায়ে অর্পণ করুন। একই সঙ্গে ১০৮ বার পাঠ করুন লক্ষ্মীর বীজ মন্ত্র। ছবি- সংগৃহীত
5
7
পূর্ণিমার পরের দিন দেবী লক্ষ্মীর পায়ের কাছ থেকে কড়িগুলো তুলে একটি লাল কাপড়ে বেঁধে সিন্দুক বা আলমারিতে রেখে দিন। এতে ধন, সম্পদ বাড়বে। ছবি- সংগৃহীত
6
7
এছাড়া পৌষ পূর্ণিমার দিন বাড়ির মূল দরজায় হলুদ দিয়ে স্বস্তিক চিহ্ন আঁকতে পারেন। এটিও ইতিবাচকতা বৃদ্ধি পাবে। ঘরে দেবী লক্ষ্মীর আগমন ঘটবে। বাড়িতে কোনও নেতিবাচক শক্তি থেকে থাকলে সেটা কেটে যাবে। ছবি- সংগৃহীত
7
7
এই টোটকাগুলো করলে একদিকে যেমন ধনসম্পদ বাড়বে, তেমনই আয় বাড়বে। কমবে খরচ এবং অকারণ টাকা ব্যয় করার প্রবণতা। ছবি- সংগৃহীত