'মিথ্যে গসিপের ভিত্তিতে কাউকে বিচার করবেন না প্লিজ,' স্মৃতির সঙ্গে বিয়ে বাতিলের পর মুখ খুললেন পলাশ মুচ্ছল
নিজস্ব সংবাদদাতা
৭ ডিসেম্বর ২০২৫ ১৪ : ২৮
শেয়ার করুন
1
6
জল্পনার অবসান, অপেক্ষারও। বিয়ে ভাঙলেন স্মৃতি মান্ধানা ও পলাশ মুচ্ছল। সঙ্গীত জগতে পরিচিত মুখ এবং সুরকার পলাশ মুচ্ছল সম্প্রতি এক ইনস্টাগ্রাম পোস্টে ভারতীয় মহিলা ক্রিকেট দলের তারকা ওপেনার স্মৃতি মান্ধানার সাথে তাঁর সম্পর্ক ভেঙে যাওয়ার বিষয়ে মুখ খুলেছেন। বেশ কিছু দিন ধরেই তাঁদের বিয়ে ভাঙা নিয়ে না গুঞ্জন শোনা যাচ্ছিল, কিন্তু হঠাৎ করেই সেই পরিকল্পনা বাতিল হওয়ার খবর সামনে আসে।
2
6
পলাশ মুচ্ছল স্পষ্ট করে জানিয়েছেন, তাঁর এবং স্মৃতির মধ্যে আর কোনও সম্পর্ক নেই। তিনি বলেন, "আমরা এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি এবং পারস্পরিক সম্মতিতে এক ধাপ পিছিয়ে এসেছি।" যদিও এই সম্পর্ক ভাঙার নির্দিষ্ট কারণ তিনি জানাননি, তবে তিনি বুঝিয়ে দিয়েছেন যে এই সিদ্ধান্তটি সম্পূর্ণভাবে পারস্পরিক এবং বন্ধুত্বপূর্ণভাবে নেওয়া হয়েছে। পলাশ তাঁর বক্তব্যে স্মৃতির প্রতি কোনও বিদ্বেষ বা অভিযোগ প্রকাশ করেননি।
3
6
পলাশ লেখেন, 'যে বিষয়টি আমার কাছে সবচেয়ে পবিত্র, তা নিয়ে ভিত্তিহীন গুজবে লোকজনের এত সহজে প্রতিক্রিয়া দেখা আমার জন্য খুব কঠিন হয়েছে। এটি আমার জীবনের সবচেয়ে কঠিন পর্ব, এবং আমি আমার বিশ্বাসকে আঁকড়ে ধরে এটি সসম্মানে মোকাবিলা করব। আমি আন্তরিকভাবে আশা করি, আমরা সমাজের জীব হিসাবে, যাঁর সূত্র কখনও জানা যায় না, এমন যাচাইবিহীন গসিপের ভিত্তিতে কাউকে বিচার করার আগে একটু থামতে শিখব। আমাদের কথাগুলি এমনভাবে আঘাত করতে পারে যা হয়তো আমরা কখনও বুঝতেও পারব না।'
4
6
তিনি আরও লিখেছেন, 'আমরা যখন এই সব বিষয় নিয়ে চিন্তা করি, তখন বিশ্বের বহু মানুষ আরও চরম পরিণতির সম্মুখীন হচ্ছেন। আমার দল মিথ্যা ও মানহানিকর বিষয়বস্তু প্রচারকারীদের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ নেবে।' ওই বিবৃতিতে তিনি আরও বলেন, তিনি চান এখানেই বিষয়টির ইতি টানা হোক এবং সবাইকেও একই অনুরোধ করেন।
5
6
নিজের ইনস্টাগ্রামে বিয়ে ভাঙা নিয়ে একটি বিবৃতি ভাগ করে নেন স্মৃতিও। তিনি জানান, জনসাধারণের প্রতি তাঁর অনুরোধ, দুই পরিবারের গোপনীয়তাকে সম্মান জানিয়ে এই সময়টিতে তাদের নিয়ে যেন কোনওরকম আলোচনা না করা হয় বা গুজব না ছড়ানো হয়। পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিয়ে এগিয়ে যাওয়ার সুযোগ দেওয়ার অনুরোধ করেন তিনি। স্মৃতি জানান, তিনি বিশ্বাস করেন, প্রত্যেকের জীবনে এক বিশেষ উদ্দেশ্য কাজ করে।
6
6
স্মৃতি আরও জানান, তাঁর ক্ষেত্রে সেটা সবসময়ই দেশের জার্সি গায়ে মাঠে নামা। ভারতের হয়ে সর্বোচ্চ পর্যায়ে প্রতিনিধিত্ব করা এবং যতদিন সম্ভব দেশের জন্য খেলতে ও শিরোপা জিততে চান বলেও জানান তিনি। এটাই ভবিষ্যতেও তাঁর একমাত্র লক্ষ্য থাকবে। ভক্তদের সমর্থনের প্রতি ধন্যবাদ জানিয়ে সকলের উদ্দেশ্যে স্মৃতি সবার শেষে জানান, ‘এখন এগিয়ে যাওয়ার সময়।’