পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে যে দৃশ্য দেখতে সবাই অভ্যস্থ, বাংলাদেশের বিরুদ্ধে বিশ্বকাপে সেই একই দৃশ্য দেখা গেল।
2
7
বড়দের দেখানো পথে হাঁটল ছোটরাও। ভারতের অনূর্ধ্ব–১৯ দলের অধিনায়ক আয়ূষ মাহত্রে করমর্দন করলেন না বাংলাদেশের সহ–অধিনায়ক জাওয়াদ আবরারের সঙ্গে।
3
7
তবে ম্যাচ শেষে দু' দলের ক্রিকেটাররা হ্যান্ডশেক করেন। ভারত ১৮ রানে জেতে। ডিএলএস পদ্ধতিতে ম্যাচের নিষ্পত্তি হয়।
4
7
অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে হ্যান্ডশেক না করা নিয়ে বিবৃতি দিয়েছে বিসিবি। এক বিবৃতিতে বলা হয়, ''অসুস্থতার জন্য নিয়মিত অধিনায়ক আজিজুল হাকিম টস করতে যায়নি। তার পরিবর্তে সহ-অধিনায়ক জাওয়াদ আবরার দলের প্রতিনিধিত্ব করেন। বিসিবি স্পষ্ট করতে চায় যে প্রতিপক্ষ অধিনায়কের সঙ্গে করমর্দন না করাটা সম্পূর্ণ অনিচ্ছাকৃত ছিল এবং তা সাময়িক অসাবধানতার ফল। প্রতিপক্ষের প্রতি অশোভনতা বা অসম্মান প্রদর্শনের কোনো অভিপ্রায় এতে ছিল না।'' ভারতীয় ক্রিকেট বোর্ড এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।
5
7
আয়ূষের হাতে ছিল টস কয়েন। ম্যাচ রেফারি ডিন কস্কার টসের নির্দেশ দিলে শূন্যে কয়েন ছুড়ে দেন আয়ূষ। আবরার ‘টেল’ বলেন। কয়েন মাটিতে পড়ার ডিন জানান, বাংলাদেশ টস জিতেছে। এর পরই সরে যান আয়ূষ।
6
7
বাংলাদেশের সহ–অধিনায়কের সঙ্গে করমর্দন করেননি। আবরারের মধ্যেও হাত মেলানোর উদ্যোগ দেখা যায়নি। প্রসঙ্গত, বাংলাদেশের অনূর্ধ্ব–১৯ দলের অধিনায়ক আজিজুল হাকিম টসের সময় তৈরি হতে পারেননি। তিনি টস করতে পাঠান সহ–অধিনায়ককে।
7
7
এরই মধ্যে দুই দলের হ্যান্ডশেক না হওয়াটা বড় আলোচনার জন্ম দিয়েছিল। যদিও শেষে দুই দল হাত মিলিয়ে সে বিতর্ক মাঠেই ফেলে আসে।