বর্ষার নরম-ভেজা দিনে চুলের সমস্যাই যেন সবচেয়ে বড় মাথাব্যথা। একদিকে বৃষ্টি, অন্যদিকে হাওয়া-বাতাসে ভেজা চুল—ফলে বাড়ছে খুশকি, চুল পড়া, জট বেঁধে যাওয়ার মতো নানা সমস্যা। অনেকে নানা টোটকায় ভরসা রাখেন, কিন্তু রূপবিশেষজ্ঞদের মতে এসবের অনেকটাই নিছক ভুল ধারণা। চলুন, দেখে নেওয়া যাক এমন সাতটি প্রচলিত ‘মিথ’, যা আপনি হয়তো আজও মেনে চলছেন।
2
8
১. খুশকির জন্য শুধু শুষ্ক ত্বকই দায়ী? না! তৈলাক্ত স্ক্যাল্পেও খুশকি হতে পারে। দুশ্চিন্তা, ঘুমের অভাবও কারণ হতে পারে খুশকির।
3
8
২. চুল কাটলে কি দ্রুত বাড়ে? চুলের বৃদ্ধি হয় মূলত গোড়া থেকে, ডগা কাটার সঙ্গে তার সরাসরি কোনও যোগ নেই। তবে ফাটা ডগার সমস্যা কমে।
4
8
৩. দিনে ১০০ বার চুল আঁচড়ানো ভালো? অতিরিক্ত আঁচড়ালে উল্টে চুল ভেঙে পড়তে পারে। উজ্জ্বলতা বা স্বাস্থ্য ফিরবে না।
5
8
৪. রোজ শ্যাম্পু করলে চুল নষ্ট হয়? নিয়ম মেনে পরিষ্কার রাখলে ক্ষতি নয়, বরং স্বাস্থ্য ভালো থাকে। বিশেষ করে ভিজে আবহাওয়ায়।
6
8
৫. হেয়ার ড্রায়ার মানেই ক্ষতি? অতিরিক্ত ব্যবহারে সমস্যা হয় ঠিকই, কিন্তু বর্ষায় ভিজে চুল শুকাতে মাঝেমধ্যে ড্রায়ার ব্যবহার করা নিরাপদ।
7
8
৬. তেল মেখে সারারাত থাকা জরুরি? চুল নিজেই প্রয়োজনীয় তেল তৈরি করে। তাই বেশি সময় তেল মেখে থাকা দরকার নেই।
8
8
৭. পাকা চুল তুললে আরও হয়? না, একটি তুললেই তার পাশে আরও পাকে না। তবে পাকা চুল তোলার সময় আশেপাশের চুল ক্ষতিগ্রস্ত হতে পারে।