লুকিয়ে রাখা মাদক থেকে ভয়ঙ্কর বিস্ফোরক- মানুষ যা খুঁজে বার করতে পারে না, সেগুলো খুঁজে বার করে প্রশিক্ষিত কুকুর। সঙ্গে প্রহরা দেওয়ার গুণ তো রয়েছেই। কিন্তু এতদিন পুলিশ কুকুর মানেই ছিল জার্মান শেফার্ড, ল্যাব্রাডর, বেলজিয়ান ম্যালিনোয়াসের মতো বিদেশি প্রজাতি।
এবার তার জায়গায় নিয়ে আসা হল দেশি কুকুর- মুধোল হাউন্ড।
2
7
১। মাথার আকৃতি লম্বা এবং সরু। বড় বড় চোখ। মজবুত পাঁজর। দীর্ঘ লেজ। দেহ সৌষ্ঠবের গুণে এই স্বদেশী কুকুর ক্ষিপ্র গতিতে দৌড়াতে পারে। এর গতি ঘণ্টায় ৫০ কিলোমিটার। বিশেষজ্ঞদের মতে এই মুধোল হাউন্ড সেরা শিকারি কুকুরদের মধ্যে অন্যতম।
3
7
২। মুধোল হাউন্ড একটি প্রাচীন ভারতীয় জাতের শিকারী কুকুর। এরা মূলত কর্ণাটক রাজ্যের মুধোল অঞ্চলের নাম অনুসারে পরিচিত। এই স্বদেশী সারমেয়গুলির রক্ষণাবেক্ষণের খরচও কম। সহনশক্তি এবং দৃঢ় মনোবলের কারণেই দেশীয় প্রজাতির এই কুকুর বাকিদের থেকে আলাদা।
4
7
৩। এই কুকুরগুলি তাদের স্লিম ও মজবুত গঠনের জন্য কারাভ্যান হাউন্ড নামেও পরিচিত।
5
7
৪। ঐতিহাসিকদের মতে আগে এদের শিকারের জন্য ব্যবহার করা হত। বর্তমানে এরা পুলিশ এবং সামরিক বাহিনীতেও দক্ষতার সঙ্গে কাজ করছে। বিশেষ করে নজরদারি এবং পাহারার কাজে এই কুকুর খুবই দক্ষ।
6
7
৫। অন্যান্য অনেক জাতের তুলনায় এদের রোগ প্রতিরোধ ক্ষমতা তুলনামূলকভাবে বেশি। এর মূল কারণ এই প্রজাতির মধ্যে কোনও বংশগত রোগ নেই। দৈনিক এক থেকে দুই ঘণ্টা ব্যায়ামই এই কুকুরদের চাঙ্গা রাখতে যথেষ্ট।
7
7
৬। ভারতীয় সেনাবাহিনীতে অন্তর্ভুক্ত হওয়া প্রথম ভারতীয় কুকুর প্রজাতিগুলির মধ্যে অন্যতম এই মুধোল। সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিজে এই কুকুরের কার্যকলাপ দেখেন। দেখা মাত্রই মন মজেছে তাঁর। সামরিক বাহিনীতে ভবিষ্যতে আরও এই প্রজাতির কুকুর অন্তর্ভুক্ত করার পরামর্শ দিয়েছেন তিনি।