সাতপাকে বাঁধা পড়লেন অভিনেত্রী মৌবনী সরকার। বিয়ের রাতে পেঁয়াজি রঙের বেনারসি পরেছিলেন জাদু সম্রাটের মেজ মেয়ে। একেবারে বাঙালি বধূর সাজেই ধরা দিলেন এদিন। গা ভর্তি সোনার গয়না, শোলা এবং সোনার মুকুট, ভরাট কলকা, ওড়নায় সেজেছিলেন তিনি। হাতে ছিল রুপোর গাছকৌটো।
2
6
জানা গিয়েছে মৌবনীর বরের নাম সৌম্য। তাঁর পরনে ছিল ঘিয়ে রঙের প্রিন্টেড পাঞ্জাবি, লাল ধুতি। সঙ্গে গলায় হার, মাথায় মুকুট ছিল তাঁর। এদিন সৌম্যকে আশীর্বাদ করে পিসি সরকার হীরের বোতাম দেন।
3
6
মৌবনী এবং সৌম্যর শুভদৃষ্টির সময় অভিনেত্রীর বোনেরা তাঁকে ঘিরে থাকেন। দিদি মানেকা এদিন একটি নীল রঙের শাড়ি পরেছিলেন। অন্যদিকে মুমতাজ পরেছিলেন ঘিয়ে রঙের শাড়ি।
4
6
বিয়ের সকালে গায়ের হলুদের সময় মৌবনীকে হলুদ রঙের শাড়িতে সাজতে দেখা গিয়েছিল। বাবা, মা, বোনেদের সঙ্গে জমিয়ে মজা করেন। তাঁকে কোলে তুলে নিয়ে হইচই করা হয়।
5
6
প্রসঙ্গত গত বছরের শেষ দিকে হঠাৎই একটি বিজ্ঞাপন নজর কাড়ে সবার। পিসি সরকার তাঁর তিন কন্যার জন্য নাকি পাত্র খুঁজছেন। এই খবর প্রকাশ্যে আসতেই হইচই পড়ে যায়। সেই ঘটনার প্রায় এক বছরের মাথায় এদিন নতুন জীবন শুরু করলেন জাদু সম্রাটের মেজ মেয়ে, মৌবনী।
6
6
মৌবনী এবং সৌম্যর বিয়েতে অতিথি হিসেবে দেবশ্রী রায় থেকে শুরু করে অগ্নিমিত্রা পাল, পাপিয়া অধিকারী, রজতাভ দত্ত, শান্তিলাল মুখোপাধ্যায়, প্রমুখ এসেছিলেন।