তারকা ক্রিকেটার উসমান খোয়াজা বর্তমানে টেস্ট ক্রিকেটে প্রতিনিধিত্ব করছেন অস্ট্রেলিয়ার। পাশাপাশি, ঘরোয়া ক্রিকেটে কুইন্সল্যান্ডের হয়ে খেলেন তিনি। ২০০৮ সালে নিউ সাউথ ওয়েলসের হয়ে প্রথম-শ্রেণির ক্রিকেটে অভিষেক হওয়ার পর, ২০১১ সালে আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখেন খোয়াজা। আইপিএল এবং পাকিস্তান সুপার লিগেও খেলতে দেখা গিয়েছে তাঁকে।
2
6
পাকিস্তানের ইসলামাবাদে উসমান খোয়াজার জন্ম হলেও ছোটবেলাতেই তিনি পরিবারের সঙ্গে অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসে চলে যান। ২০১০-১১ অ্যাশেজ সিরিজে অস্ট্রেলিয়ার জাতীয় দলে অভিষেকের মাধ্যমে তিনি প্রথম পাকিস্তানি বংশোদ্ভূত অস্ট্রেলিয়ান ক্রিকেটার হিসেবে ইতিহাস গড়েন।
3
6
ক্রিকেটের পাশাপাশি শিক্ষাগত দিকেও তিনি ব্যতিক্রমী। নিউ সাউথ ওয়েলস বিশ্ববিদ্যালয় থেকে অ্যাভিয়েশনে স্নাতক অর্জন করেন খোয়াজা। জানা গিয়েছে, একজন দক্ষ পাইলট তিনি। মজার ব্যাপার হল, গাড়ির ড্রাইভিং লাইসেন্স পাওয়ার আগেই পাইলটের লাইসেন্স অর্জন করেছেন তিনি।
4
6
২০২৫ সালে শ্রীলঙ্কার বিপক্ষে ৩৮ বছর বয়সে দ্বিশতক হাঁকিয়ে খোয়াজা কিংবদন্তি ক্রিকেটার শচীন তেন্ডুলকারের রেকর্ড ভেঙে দিয়েছেন। শ্রীলঙ্কার মাটিতে দ্বিশতরান করা সবথেকে বয়্স্ক ক্রিকেটারের রেকর্ড এতদিন ছিল শচীনের কাছে। সেই রেকর্ড ভেঙে দিয়েছেন খোয়াজা।
5
6
২০১৮ সালের ৬ এপ্রিল উসমান খোয়াজা র্যাচেল ম্যাকেলিলানের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। দুই পরিবারের ঐতিহ্য মেনেই বিবাহ হয় তাঁদের। বিয়ের আগে ইসলাম ধর্ম গ্রহণ করেন ব়্যাচেলও। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন, ধর্মান্তরিত হওয়ার সিদ্ধান্ত সম্পূর্ণ তাঁর নিজস্ব ছিল।
6
6
এখনও পর্যন্ত ৮০টি টেস্ট খেলে ৫,৯৩০ রান করেছেন খোয়াজা। তাঁর সর্বোচ্চ স্কোর শ্রীলঙ্কার বিরুদ্ধে ২৩২। একদিনের ক্রিকেটে ৪০টি ম্যাচ খেলে ১,৫৫৪ রান করেছেন তিনি। তাঁর সর্বোচ্চ স্কোর ভারতের বিরুদ্ধে ১০৪। পাশাপাশি, ৯টি টি-টোয়েন্টি খেলে তাঁর রানসংখ্যা ২৪১।