বৈদিক জ্যোতিষশাস্ত্রে গ্রহদের রাশি-নক্ষত্র পরিবর্তন অত্যন্ত গুরুত্বপূর্ণ। কখনও কখনও গ্রহের ঘর বদলে ১২টি রাশির জীবনে শুভ-অশুভ প্রভাব পড়ে। যেমন শীঘ্রই মঙ্গলের গোচরে তিন রাশির জীবনে নেতিবাচক বদল আসতে চলেছে।
2
9
জ্যোতিষশাস্ত্রে, মঙ্গলকে সাহস, শক্তি এবং বীরত্বের কারক গ্রহ বলা হয়। কোষ্ঠীতে মঙ্গল অর্থাৎ সেনাপতি গ্রহ শক্তিশালী হলে ভাগ্য সবসময় পাশে থাকে। আর মঙ্গলের অবস্থান যদি শুভ হয়, তাহলে জীবনে উন্নতির পথ প্রশস্ত হয়।
3
9
আগামী ৭ ডিসেম্বর সন্ধে ৭টা ৩০ মিনিটে গুরুত্বপূর্ণ জ্যোতিষীয় পরিবর্তন ঘটতে চলেছে। এইদিন মঙ্গল গ্রহ বৃশ্চিক রাশি ত্যাগ করে প্রবেশ করবে ধনু রাশিতে। প্রায় ৪০ দিন অর্থাৎ ২০২৬ সালের ১৬ জানুয়ারি পর্যন্ত গ্রহের সেনাপতি এই রাশিতেই অবস্থান করবে।
4
9
মঙ্গলের অবস্থান পরিবর্তন সব রাশির ওপরই প্রভাব ফেলে। তবে বিশেষজ্ঞদের মতে, লাল গ্রহের গোচর তিন রাশির বিশেষভাবে চ্যালেঞ্জের পরিস্থিতি নিয়ে আসতে পারে।
5
9
মঙ্গলের ঘর বদলে তিন রাশির জীবনে দুর্ভাগ্য বয়ে আনতে পারে৷ কারা সতর্ক না হলেই বিপদে পড়বেন? জেনে নিন-
6
9
বৃষঃ মঙ্গল এই সময় বৃষ রাশির অষ্টম ঘরে অবস্থান করবে। তাই এই রাশির জাতকদের জন্য সময়টা বেশ অস্থিরতার। অপ্রত্যাশিত খরচ বাড়তে পারে, আর্থিক স্থিতি নড়বড়ে হতে পারে। অফিস বা ব্যবসায় পার্টনারের সঙ্গে মতবিরোধ বাড়তে পারে। সন্তানের দুশ্চিন্তা বাড়বে।
7
9
কন্যাঃ কন্যা রাশির ক্ষেত্রে মঙ্গল চতুর্থ ঘরে প্রবেশ করায় গৃহস্থালি ও পারিবারিক ক্ষেত্রে অশান্তি দেখা দিতে পারে। মানসিক চাপ ও অস্থিরতা বাড়বে। সম্পত্তি সংক্রান্ত বিষয়ে সমস্যার উদ্ভব হতে পারে। কর্মক্ষেত্রেও চাপ বাড়বে, আর্থিকভাবে লোকসানের মুখে পড়তে পারেন। সম্পর্কে ভুল বোঝাবুঝি বাড়ার আশঙ্কা রয়েছে।
8
9
মকরঃ মকর রাশির জন্য মঙ্গল দ্বাদশ ঘরে অবস্থান করায় শারীরিক-মানসিক ক্লান্তি ও চাপ বেড়ে যেতে পারে। ব্যয়ের পরিমাণ বাড়বে। কর্মক্ষেত্রে বাধা, প্রতিযোগিতা বা গুরুত্বপূর্ণ কাজে দেরি হবে। সম্পর্কেও দূরত্ব তৈরি হতে পারে। ভ্রমণে সতর্ক থাকতে হবে।
9
9
কীভাবে কাটাবেন এই ৪০ দিন? জ্যোতিষীরা পরামর্শ দিচ্ছেন, অযথা ঝুঁকি নেবেন না, বড় আর্থিক সিদ্ধান্ত এড়িয়ে চলুন, রাগ-অহংকার নিয়ন্ত্রণ করুন এবং স্বাস্থ্য ও মানসিক শান্তির দিকে বিশেষভাবে নজর দিন। এF সময়ে ধৈর্যই সবচেয়ে বড় সুরক্ষা।