বলিপাড়ার অন্যতম স্টাইলিশ অভিনেত্রী করিনা কাপুর খান। পর্দার ফ্যাশনিস্তা বাস্তবে মা হিসাবেও ঠিক তাই-ই। পর্দার অভিনেত্রী থেকে বাস্তবে মা- সব ভূমিকায় ফ্যাশনেবল 'বেবো'।
2
6
অসম্ভব ফিটনেস সচেতন শিল্প শেঠি কুন্দ্রা। পর্দায় 'হটনেস' বাড়ানোর পাশাপাশি বাস্তবেও মা হওয়ার পরেও একইরকম আকর্ষণীয় এই বলি-অভিনেত্রী। পঞ্চাশ ছুঁয়েও শিল্পের ছিপছিপে শারীরিক গঠন চ্যালেঞ্জ জানাতে পারে যেকোনও অষ্টাদশীকে।
3
6
অভিনেত্রী হিসাবে পর্দায় তাঁর উপস্থিতি যেমন আভিজাত্যপূর্ণ। বাস্তবে মা হিসাবেও একেবারে তাই। মেয়ে আরাধ্যা এখন পেরিয়েছে ১৩। সেকথা ঐশ্বর্যকে দেখে বোঝা ভার। তার উপর অভিনেত্রীর পোশাক পাল্লা দিয়ে ছুঁয়ে থাকে রুচি এবং আভিজাত্য।
4
6
আলিয়ার ব্যক্তিত্বের মধ্যে নরমভাবে জড়িয়ে থাকে সৌন্দর্য্য এবং ছেলেমানুষির ককটেল। মা হিসাবেও উত্তরোত্তর বাড়ছে তাঁর জৌলুস। আলিয়ার পোশাকেও ফুটে ওঠে তাঁর সেই ব্যক্তিত্বের দিকটি।
5
6
ঠিক যতটা আত্মবিশ্বাসী, ততটাই স্টাইলিশ। এককথায় এটাই দীপিকার ব্যক্তিত্ব। তুখোড় ব্যক্তিত্বধারী এই অভিনেত্রী মা হওয়ার পর তাঁর পোশাক-আশাকেও ঠিকরে বেরোয় সেই 'এক্স-ফ্যাক্টর'।
6
6
তাঁর অভিনয় দেখে কখনও মনে হয় না তিনি অভিনয় করেন না। এতটাই স্বতঃস্ফূর্ত অনুষ্কা শর্মা। মা হিসাবেও তেমন-ই তিনি। অভিনেত্রীর সেই স্বতঃস্ফূর্ততা দিব্যি টের পাওয়া যায়।