দীর্ঘদিন জাতীয় দলের হয়ে খেলেছেন। খেলা ছাড়ার পর টিম ইন্ডিয়ার কোচও হয়েছিলেন। এখন পেশাদার ধারাভাষ্যকার রবি শাস্ত্রী। যখন তরুণ ছিলেন। চুটিয়ে খেলেছেন টিম ইন্ডিয়ার হয়ে। তখন তিনি প্রেমে হাবুডুবু খেয়েছিলেন অভিনেত্রী অমৃতা সিংয়ের।
2
7
এটা ঘটনা ২২ গজ ও সেলুলয়েডের সম্পর্ক আজকের নয়। কিছু প্রেম পরিণতি পেয়েছে। কিছু পায়নি। যেমন রবি শাস্ত্রী ও অমৃতা সিংয়ের সেই দুরন্ত প্রেমের পরিণতি কে না জানে! কেন ভেঙেছিল তাঁদের সম্পর্ক?
3
7
আটের দশকে ভারতীয় দলের অন্যতম সেরা ক্রিকেটার তখন শাস্ত্রী। আর অমৃতার কেরিয়ারও তখন তুঙ্গে। ঠিক তেমনই একটা সময় একটি ছবি ঘিরে তীব্র জল্পনা শুরু হয়।
4
7
ওই ছবিতে দেখা গিয়েছিল নিউ ইয়র্কে এক রেস্তরাঁয় বসেছিলেন শাস্ত্রী ও অমৃতা। শোনা যায় অমৃতার আঙুলে আংটিও পরিয়ে দিয়েছিলেন শাস্ত্রী। বিয়ের প্ল্যানিংও ছিল দু’জনের। এমনকি এই প্রেমের সম্মতি ছিল তাঁদের দু’জনের পরিবারেও। কিন্তু তাও কেন সম্পর্ক গড়াল না বিয়ে পর্যন্ত?
5
7
রবি শাস্ত্রীর শর্ত ছিল অমৃতাকে কেরিয়ার ছাড়তে হবে। কিন্তু অমৃতা রাজি হননি। সে সময় তাঁর কেরিয়ার তুঙ্গে। সব ছেড়ে দিয়ে শুধু রবির স্ত্রী এই পরিচয় মেনে নিতে চাননি তিনি। এরপরই আস্তে আস্তে ভেঙে যায় দু’জনের সম্পর্ক।
6
7
শেষমেশ সঈফ আলি খানকে বিয়ে করেন অমৃতা। কিন্তু সেই বিয়ে সুখের হয়নি। বিচ্ছেদ হয় দু’জনের।
7
7
রবি শাস্ত্রী ১৯৯০ সালে বিয়ে করেন ঋতুকে। ২২ বছর বিবাহিত জীবন কাটিয়ে ২০১২ সালে বিচ্ছেদ হয় তাঁদের।