খ্যাতি বিশ্বজোড়া, কিন্তু এক সময়ে বিশ্বের অন্যতম ঐতিহ্যশালী এই স্থাপনাগুলি ধ্বংসের মুখোমুখি হয়েছিল।
2
7
আইফেল টাওয়ার, নটর-ডেম ডি প্যারিস, কলোসিয়ামের মতো বিখ্যাত ল্যান্ডমার্কগুলি বিভিন্ন সময়ে কোনও না কোনওভাবে ধ্বংস পরিস্থিতির সম্মুখীন হয়েছে। কারণ হিসেবে রয়েছে যুদ্ধ থেকে শুরু করে প্রাকৃতিক দুর্যোগ এবং অবহেলাও।
3
7
আইফেল টাওয়ার: মূলত অস্থায়ীভাবে নির্মিত হয়েছিল এটি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হিটলার আইফেল টাওয়ার ভাঙার নির্দেশ দিয়েছিলেন। তবে তা কার্যকরী হয়নি। এখনও সেই একই জায়গায় রয়েছে এই স্থাপনা।
4
7
হলিউড সাইন, লস অ্যাঞ্জেলেস, ক্যালিফোর্নিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র- ১৯২০-এর দশকে একটি নতুন আবাসন উন্নয়নকে চিহ্নিত করার জন্য নির্মিত হয়েছিল হলিউড সাইন। গোটা গোটা অক্ষরে লেখা ছিল হলিউডল্যান্ড। দেড় বছরের জন্য তৈরি করা হয়েছিল এটি। এক সময়ে চরম অবহেলার মুখেও পড়ে। কিন্তু বর্তমানে এটি ছাড়া ওই অঞ্চলের কথা কল্পনাও করতে পারেন না কেউ।
5
7
লন্ডন আই, ইংল্যান্ড- ২০০০ সালে যখন এই ল্যান্ডমার্কটি জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়, তখন এটি দ্রুত লন্ডনের প্রিয় স্থান হিসেবে জায়গা করে নেয় স্থানীয়দের মনে। কিন্তু এটি পাঁচ বছর পর ভেঙে ফেলার কথা ছিল। তবে মানুষের উৎসাহ দেখে ল্যাম্বেথ কাউন্সিল এটিকে স্থায়ী আকর্ষণে পরিণত করার অনুমতি দেয়।
6
7
পিসার হেলানো টাওয়ার-পিসার হেলানো টাওয়ার মধ্যযুগীয় স্থাপত্যের নিদর্শন। তবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এটি ধ্বংসের মুখের পড়ে।
7
7
জার্মান বাহিনীর দখলে যাওয়ার আশঙ্কায়, প্রয়োজনে সুন্দর টাওয়ারটি ভেঙে ফেলার নির্দেশ দেওয়া হয়েছিল মার্কিন সেনাবাহিনীর একজন জেনারেল অফিসার লিওন ওয়েকস্টাইনকে।