সংবাদসংস্থা মুম্বই: সাহসী ছবিতে বহুবার দেখা গেলেও পর্দায় নায়কের সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্যে সেভাবে দেখা যায়নি বলি অভিনেত্রী করিনা কাপুরকে। সম্প্রতি এক সাক্ষাৎকারে পর্দায় নিজের স্বাচ্ছন্দ্য নিয়ে মুখ খুললেন অভিনেত্রী।
2
6
এক সাক্ষাৎকারে মুখোমুখি হয়েছিলেন মার্কিন অভিনেত্রী জিলিয়ান অ্যান্ডারসন ও বলিউড করিনা কাপুর। এদিন ‘সেক্স এডুকেশন’ অভিনেত্রীর সঙ্গে পর্দায় ঘনিষ্ঠ দৃশ্যসহ নানা প্রসঙ্গে কথা বলেন করিনা।
3
6
পর্দায় অনেক সময়ই সাহসী দৃশ্যে দেখা গিয়েছে জিলিয়ানকে। করিনা তাঁর দীর্ঘদিনের কেরিয়ারে পর্দায় ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করেননি।
4
6
এই প্রসঙ্গে করিনা বলেন, "আমি ব্যক্তিগতভাবে মনে করি, যৌনতা গল্পকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য গুরুত্বপূর্ণ নয়। এটা এমন কিছু নয়, যা গল্পের মধ্যে আমূল কিছু পরিবর্তন আনে বা এটা দেখানো খুবই প্রয়োজনীয়।"
5
6
তিনি আরও বলেন, "আমি হয়তো পর্দায় এরকম দৃশ্যে অভিনয় করতে স্বাচ্ছন্দ্য বোধ করব না। আমি আগেও কখনও এটা করিনি। ভবিষ্যতেও এরকম দৃশ্যে সাবলীল হব না।"
6
6
করিনাকে দর্শক শেষ দেখেছেন সিংহম এগেইন'-এ। এরপর শোনা গিয়েছিল মেঘনা গুলজারের আগামী থ্রিলার ছবিতে দেখা যাবে তাঁকে। শোনা গিয়েছে, বড় বাজেটের দক্ষিণী ছবিতে নাকি অভিনেত্রীকে দেখা যেতে পারে।