আজকাল ওয়েবডেস্ক: ইডেন গার্ডেন্সের পিচ নিয়ে তুমুল বিতর্ক। দু' দিনে উইকেট পড়েছে ২৬টি। ভারতের প্রাক্তন ক্রিকেটার হরভজন সিং বাইশ গজের চরিত্র দেখার পরে বিরক্ত। বলেই দেন, টেস্ট ক্রিকেটের প্রয়াণ ঘটেছে। 

পরিস্থিতি যেদিকে মোড় নিয়েছে তাতে তৃতীয় দিনেই খেলা শেষ হয়ে যাবে। প্রোটিয়া শিবির ধুঁকতে বসেছে। অক্ষর প্যাটেল দ্বিতীয় দিনের শেষে বলে গিয়েছেন, এই পিচে ১২৫-এর মধ্যে প্রোটিয়াদের আটকে রাখতে হবে। এখানে ডিফেন্স করলে চলবে না। আক্রমণাত্মক মানসিকতা নিয়ে ব্যাট করতে হবে। 

ব্যাটারদের আসা এবং যাওয়া দেখে আর স্থির থাকতে পারেননি দেশের প্রাক্তন ক্রিকেটার হরভজন সিং। বাইশ গজের চরিত্র দেখার পরে তিনি সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ভারত-দক্ষিণ আফ্রিকার টেস্ট ক্রিকেট প্রায় শেষই বলা যায়...টেস্ট ক্রিকেট নিয়ে কী প্রহসনটাই না চলছে...রিপটেস্টক্রিকেট।'' 

অশ্বিন আবার খোঁচা দিয়েছেন প্রাক্তন অজি তারকা অ্যারন ফিঞ্চকে। অজি ক্রিকেটার লিখেছেন, কলকাতায় আমরা যে উইকেট দেখেছি, তা দেখে কী মনে হচ্ছে? 

ভারতের প্রাক্তন অফ স্পিনার রবিচন্দ্রন অশ্বিন বলেছেন, ''হাই ফিঞ্চি, বাভুমা তার রক্ষণাত্মক টেকনিক দিয়ে দেখিয়ে দিয়েছে এই পিচে ব্যাট করা সম্ভব।'' 

 

?ref_src=twsrc%5Etfw">November 15, 2025

এদিকে ইডেন পিচের চরিত্র দেখে অসন্তুষ্ট ক্রিকেট ভক্তরা। এক ভক্তের মতে, ইডেনের ইতিহাসে এটাই সব থেকে নিকৃষ্ট পিচ। সংশ্লিষ্ট ভক্তটি লিখেছেন, ''এই পিচে ১২০ রান তাড়া করাও শেষ ইনিংসে কঠিন হবে। বিশেষ করে গিল ছাড়া। দক্ষিণ আফ্রিকাকে দ্রুত ফেলে দিতে হবে যাতে ওরা ১০০ রানের নিচে লিড দিতে পারে।'' 

?ref_src=twsrc%5Etfw">November 15, 2025

হতশ্রী পিচ হতশ্রী ক্রিকেট উপহার দেয়। ইডেন গার্ডেন্সের কিউরেটরকে নিয়ে হতাশ। আরেকটু ভাল হতেই পারত পিচ। এমন কথাও লিখেছেন এক ভক্ত।  


প্রোটিয়াদের ইয়ানসেনের পেস ও হারমারের স্পিনে ভারত কুপোকাৎ হয়। ভারতীয় ইনিংসে লোকেশ রাহুল (৩৯) সর্বোচ্চ রান করেন। পেস ও স্পিনের সঙ্গে সন্ধি করতে না পেরে ভারতের প্রথম ইনিংস দ্রুত শেষ হয়ে যায়।

আরেক ভক্ত লিখেছেন, ইডেন গার্ডেন্সের পিচ লজ্জাজনক। ব্যাট আর বলের মধ্যে সুস্থ প্রতিযোগিতা দারুণ, বোলার-বান্ধব পিচও ভাল। কিন্তু এই পিচ খুবই বিপজ্জনক, বিশেষ করে দ্বিতীয় দিনের শুরুতেই বাউন্স একদমই ঠিক ছিল না।'' 

তৃতীয় দিনের ইডেন গার্ডেন্স কী ভেল্কি দেখায়, সেটাই দেখার।