১৭ নভেম্বর ১০০ বছর পর এক বিরল রাজযোগ তৈরি হচ্ছে। এই সময় সূর্য এবং বৃহস্পতি একে অন্যের ১২০ ডিগ্রি অ্যাঙ্গেলে অবস্থা করবে। তাঁদের এই অবস্থানকে বলে নবপঞ্চম যোগ। আর এই যোগের কারণেই ভাগ্য খুলছে ৫ রাশির।
2
6
তুলা রাশি: এই রাশির জাতকদের এই সময় হঠাৎই সম্পদ বৃদ্ধি হতে পারে। অর্থলাভের সুযোগ রয়েছে ভরপুর। পারিবারিক জীবনে শান্তি আসবে।
3
6
মকর রাশি: কাজের জগতে এই রাশির জাতকদের এই সময় উন্নতি বাধা। ব্যবসা করলেও লাভের মুখ দেখবেন। অপ্রত্যাশিত অর্থ লাভ হতে পারে।
4
6
ধনু রাশি: দীর্ঘদিন ধরে এই রাশির জাতকদের যে কাজ আটকে রয়েছে সেটা এই সময়ই সফল হবে। নতুন ব্যবসা শুরু করার ভাবনা থাকলে সেটাও এই সময় করতে পারেন। নতুন চাকরি খুঁজলে, এটাই সেরা সময় নতুন জায়গায় যোগ দেওয়ার।
5
6
কর্কট: হঠাৎ করে ধনসম্পদ প্রাপ্তি হতে পারে। বহুদিন ধরে কোনও প্রজেক্ট শুরু করার কথা ভাবলে সেটা এই সময় হতে পারে। এঁদের ক্ষেত্রেও আচমকা ধনলাভের সুযোগ রয়েছে।
6
6
কুম্ভ রাশি: এই রাশির যে জাতকেরা চাকরি করেন তাঁদের কর্মক্ষেত্রে উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ প্রমোশন পেতে পারেন। বিদেশ ভ্রমণের সুযোগ পেতে পারেন ব্যবসার কারণে। দাম্পত্য জীবনে সুখ উপচে পড়বে। স্বাস্থ্যও ভাল থাকবে।