আজকাল ওয়েবডেস্ক: প্রেমের ফাঁদ পাতা ভুবনে। কে কখন টুপ করে কার প্রেমে পড়ে যান আগের থেকে বলা যায় না। কিন্তু প্রেমে পড়লেই তো আর হল না, তার প্রকাশ করার পথও তো চাই। সেই পথই হল স্পর্শ। সঙ্গীকে একটু ছুঁয়ে দেখা। আহা নাক সিঁটকিয়ে লাভ নেই, স্বয়ং কবিগুরু বলে গিয়েছেন, শুধু বাণীতে কাজ হবে না। মাঝে মাঝে প্রাণে পরশখানিও দরকার।
2
11
আমাদের দেশে সমাজের চোখরাঙানি থাকলেও প্রথম বিশ্বের বহু দেশেই কিন্তু প্রেমী যুগলের মেলামেশা খুব একটা খারাপ চোখে দেখা হয় না। তার পরেও একথা বলতেই হয় বাধা সব দেশেই রয়েছে। তাই কাছের মানুষটিকে আরও কাছে পাওয়া কোনও দেশেই একেবারে মুখের কথা নয়। কখনও কাজের চাপ, কখনও পারিবারিক সমস্যা বিভিন্ন কারণে ঘনিষ্ঠতার সুযোগ মেলে না অনেকেরই।
3
11
এই সমস্যার সমাধানই জাপানে রয়েছে এমন এক ব্যবস্থা যা শুনলে চোখ কপালে উঠতে বাধ্য। যুগলদের নিভৃত যাপনের জায়গা করে দিতে জাপানে গড়ে উঠেছে হাজার হাজার ‘লভ হোটেল’।
4
11
কী বিশেষত্ব এই লাভ হোটেলের? প্রথম বিষয় হল, এই হোটেলগুলি একেবারেই প্রাপ্তবয়স্কদের জন্য। পরিষ্কার করে বললে এগুলির লক্ষ্যই হল যুগলদের যৌন মিলনে উদ্ধুদ্ধ করা।
5
11
শুধু আড়াল নয়। অতিথিদের বিভিন্ন যৌন কল্পনা বাস্তবায়িত করার সুযোগও রয়েছে এই সব হোটেলে।
6
11
শুধু মনোরঞ্জন নয়, জাপানের অর্থনীতিতেও এই আদর হোটেল অত্যন্ত গুরুত্বপূর্ণ। সব মিলিয়ে প্রায় ৩৭ হাজার এই ধরনের হোটেল রয়েছে জাপানে। সম্মিলিত ভাবে এই হোটেলগুলি বছরে ৪০ বিলিয়ন ডলারের ব্যবসা করে। যা ভারতীয় মুদ্রায় প্রায় সাড়ে তিন লক্ষ কোটি টাকার কাছাকাছি।
7
11
দেশ বিদেশ থেকে প্রতি বছর এই হোটেলগুলিতে সময় কাটান প্রায় ৫০ কোটি মানুষ। অর্থাৎ প্রতিদিন গড়ে প্রায় ১৪ লক্ষ দম্পতিকে পরিষেবা দেয় হোটেলগুলি।
8
11
হোটেল বুক করার পদ্ধতিতেও রয়েছে বিশেষত্ব। এই ধরনের হোটেল সাধারণ হোটেলের মতো প্রতি দিনের হিসাবে বুক করা যায় না। বুক করতে হয় কতক্ষণ সময় কাটাবেন তার উপর। অর্থাৎ কেউ চাইলে এক ঘণ্টার জন্যেও হোটেলের ঘর বুক করতে পারেন।
9
11
খ্যাতনামা ফরাসি ফটোগ্রাফার ফ্রাঙ্কো প্রস্ট সম্প্রতি জাপানের বিভিন্ন প্রান্ত ঘুরে বিচিত্র সব আদর হোটেলের ছবি তুলেছেন। গোটা বিশ্বে দারুণ সমাদৃত হয়েছে ছবিগুলি।
10
11
গ্রাহকদের কল্পনা বাস্তবায়িত করতে কোনও কসুর করেন না হোটেল মালিকেরা। কোথাও দেখা গিয়েছে রূপকথার দুর্গের মতো হোটেল।
11
11
কোনও হোটেলের আকার আবার বহির্বিশ্ব থেকে আসা এলিয়েনদের স্পেসশিপের মতো। রয়েছে জাহাজ বা সামুদ্রিক তিমির আকারের হোটেলও।