বছরের শুরুতেই বিরাট পরিবর্তন 'ধুরন্ধর'-এ, সেন্সরশিপের কাটাছেঁড়ায় ছবি থেকে বাদ পড়ল কোন শব্দ?
নিজস্ব সংবাদদাতা
১ জানুয়ারি ২০২৬ ১৭ : ৩৯
শেয়ার করুন
1
6
মাত্র একুশ দিনেই বিশ্বব্যাপী ১০০০ কোটির ব্যবসা করে বলিউডের বক্স অফিসে সাড়া ফেলে দিয়েছে 'ধুরন্ধর'। আর ২৭ দিনের বক্স অফিস রিপোর্ট বলছে, ১১২৮ কোটি টাকা আয় করে নতুন বছরেও ‘ধুরন্ধর’ ঝড় তুলবে। তবে পয়লা জানুয়ারি থেকে প্রেক্ষাগৃহে দেখা যাবে আদিত্য ধর পরিচালিত ছবির নতুন ভার্সন।
2
6
ছবির বেশ কিছু দৃশ্য এবং সংলাপে 'বালোচ' বা বালুচিস্তান সংক্রান্ত নির্দিষ্ট কিছু উল্লেখ নিয়ে আপত্তি তুলেছিল সরকার। সেই নির্দেশ মেনে বিতর্কিত অংশগুলো ছেঁটে ফেলে ১ জানুয়ারি থেকেই প্রেক্ষাগৃহে ছবিটির নতুন সংস্করণ প্রদর্শিত হতে চলেছে।
3
6
সূত্রের খবর, ছবিটিতে ভারত-পাকিস্তান সীমান্ত সমস্যা এবং আঞ্চলিক রাজনীতি তুলে ধরতে গিয়ে বালুচিস্তানের প্রসঙ্গ টেনে আনা হয়েছিল। তবে বিষয়টি আন্তর্জাতিক কূটনীতির ক্ষেত্রে অত্যন্ত স্পর্শকাতর হওয়ায় ভারত সরকার কোনও ঝুঁকি নিতে চায়নি। তথ্য ও সম্প্রচার মন্ত্রকের পক্ষ থেকে সাফ জানানো হয়েছে, এই ধরণের সংলাপ বা দৃশ্য জনমানসে ভুল বার্তা দিতে পারে এবং প্রতিবেশী দেশের সঙ্গে সম্পর্কের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। তাই জনস্বার্থে এবং জাতীয় নিরাপত্তার খাতিরে ওই নির্দিষ্ট শব্দ ও দৃশ্যগুলি 'মিউট' বা বাদ দেওয়ার নির্দেশ দেওয়া হয়।
4
6
ছবির নির্মাতা ও প্রযোজক সংস্থা সরকারের এই সিদ্ধান্তকে সম্মান জানিয়ে দ্রুত পদক্ষেপ নিয়েছেন। পরিচালকের পক্ষ থেকে জানানো হয়েছে, "আমরা শিল্পের স্বাধীনতায় বিশ্বাস করি, তবে দেশের সুরক্ষা ও নিয়মাবলীর ঊর্ধ্বে কিছুই নয়। দর্শকের কথা মাথায় রেখে আমরা যত তাড়াতাড়ি সম্ভব ছবির নতুন কপি ডিস্ট্রিবিউটরদের কাছে পৌঁছে দিয়েছি।" ১ জানুয়ারি সকালের শো থেকেই দর্শকরা পরিবর্তিত সংস্করণটি দেখতে পাচ্ছেন।
5
6
ইতিমধ্যেই সমাজমাধ্যমে এই নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। নেটিজেনদের একাংশ মনে করছেন, সিনেমার মত সৃজনশীল মাধ্যমে বারবার কাঁচি চালানো বাকস্বাধীনতার পরিপন্থী। অন্যদিকে, অনেকের মতে জাতীয় স্বার্থে এই ধরণের নিয়ন্ত্রণ জরুরি। এর আগে 'পাঠান' বা 'আদিপুরুষ'-এর ক্ষেত্রেও একই ধরণের সেন্সরশিপ দেখা গিয়েছিল।
6
6
'ধুরন্ধর' ছবিটি বক্স অফিসে বেশ ভাল ব্যবসা করছে। থ্রিলার ঘরানার এই সিনেমায় মূখ্য ভূমিকায় অভিনয় করেছেন রণবীর সিং, আর মাধবন, অক্ষয় খান্না সহ একঝাঁক তারকা। তবে এই আকস্মিক পরিবর্তন ছবির ব্যবসায়িক সাফল্যে কোনও প্রভাব ফেলে কি না, এখন সেটাই দেখার।