রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মধ্যে বহু প্রতীক্ষিত বৈঠক শুরু হয়েছে বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫। এই উচ্চপর্যায়ের শীর্ষ সম্মেলন ও সম্ভাব্য একাধিক গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষরের দিকে তাকিয়ে গোটা বিশ্ব। ঠিক এই আবহেই ফের আলোচনায় উঠে এল ভারত-রাশিয়া যোগাযোগের আর এক সাংস্কৃতিক সেতু, যার নাম সিনেমা।
2
8
প্রাকৃতিক সৌন্দর্য, ঐতিহাসিক স্থাপত্য, রাজকীয় প্রাসাদ, বরফে ঢাকা বিস্তীর্ণ প্রান্তর এবং সোভিয়েত যুগের অনন্য স্থাপনা, সব মিলিয়ে রাশিয়া বহুদিন ধরেই ভারতীয় চলচ্চিত্র নির্মাতাদের কাছে এক আকর্ষণীয় গন্তব্য। মস্কো, সেন্ট পিটার্সবার্গের মতো শহর বারবার জায়গা করে নিয়েছে ভারতীয় সিনেমার ক্যানভাসে। দেখে নেওয়া যাক, রাশিয়ার মাটিতে শুট হওয়া উল্লেখযোগ্য কিছু ভারতীয় ছবির কথা।
3
8
মেরা নাম জোকার: রাজ কাপুর অভিনীত এই ছবিটি রাশিয়ায় শুট হওয়া প্রথম দিকের ভারতীয় ছবিগুলোর অন্যতম। ছবিতে অভিনয় করেছিলেন রুশ অভিনেত্রী সেনিয়া রিয়াবিনকিনা। মস্কোয় শুট হওয়া একাধিক দৃশ্য ছবিটিকে রাশিয়ায় বিপুল জনপ্রিয়তা এনে দেয়। রিপোর্ট অনুযায়ী, সেখানে প্রায় ৭.৩ কোটি টিকিট বিক্রি হয়েছিল এই ছবির।
4
8
লাকি: নো টাইম ফর লভ: সলমন খান ও স্নেহা উল্লাল অভিনীত এই ছবি প্রায় সম্পূর্ণটাই সেন্ট পিটার্সবার্গে শুট হয়েছিল। রূপকথার মতো বরফে ঢাকা শহর আর ইউরোপীয় আবহ ছবিটিকে আলাদা মাত্রা দেয়।
5
8
পাঠান: শুধু সলমন খান নয়, শাহরুখ খানও রাশিয়ায় শুট করেছেন। ‘পাঠান’-এর কয়েকটি অ্যাকশন দৃশ্য শুট হয়েছিল লেক বাইকালের জমাট বরফের উপর। ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে শুট হওয়া প্রথম ভারতীয় ছবি হিসেবেও ইতিহাস গড়ে ‘পাঠান’।
6
8
টাইগার ৩: সলমন খানের এই স্পাই থ্রিলারের কিছু গুরুত্বপূর্ণ দৃশ্য রাশিয়ায় শুট হয়েছিল, যা ছবির আন্তর্জাতিক স্কেলকে আরও বড় করে তোলে।
7
8
ওয়ার ২: হৃতিক রোশন ও অয়ন মুখোপাধ্যায়ের এই বহু প্রতীক্ষিত ছবি আন্তর্জাতিক লোকেশনে শুট হয়েছে। জাপান, স্পেন, ইতালি, আবু ধাবির পাশাপাশি রাশিয়াও রয়েছে এই ছবির শুটিং তালিকায়।
8
8
সীতা রামম: দুলকর সলমন ও ম্রুণাল ঠাকুর অভিনীত এই ছবিতে রাশিয়ার স্থাপত্য ব্যবহার করা হয়েছে ভীষণ গুরুত্ব দিয়ে। কাশ্মীরের পাশাপাশি সেন্ট পিটার্সবার্গের একাধিক ইন্ডোর লোকেশন ও ঐতিহাসিক ইউসুপভ প্যালেসে শুট হয়েছে ছবিটির অংশবিশেষ।