রানে ফিরলেন ভারতের টি-টোয়েন্টি দলের অধিনায়ক সূর্যকুমার যাদব। ৩৭ বলে ৮২ রানে অপরাজিত থেকে যান সূর্য।
2
8
রান না পাওয়া সূর্য রানের দেখা পেলেন কীভাবে?
3
8
বিসিসিআই-এর সোশ্যাল মিডিয়া পেজে পোস্ট করা ভিডিওয় সেই রহস্য ফাঁস করেছেন সূর্যকুমার যাদব।
4
8
সূর্যকুমারকে বলতে শোনা গিয়েছে, ''মাঝেমাঝে কী হল বলুন তো! বাড়িতে আমাদের কোচ বসে থাকেন। এই কোচ হলেন, যাকে তুমি বিয়ে করেছো। আমাকে বলতো একটু ধৈর্য ধরো। কারণ আমাকে খুব কাছ থেকে দেখেছে আমার স্ত্রী।''
5
8
''যেহেতু আমাকে খুব কাছ থেকে দেখেছে দেবিশা, তাই আমি ওর পরামর্শ মেনে চলেছি। খুব সতর্ক ভেবে খেলেছি। শুরুর দিকে তাড়াহুড়ো করতে চাইনি। ধীরে সুস্থে খেলেছি। আগের ম্যাচেও তাই করেছিলাম। এই ম্যাচেও তাই।''
6
8
''আমি বলেছিলাম, নেটে আমি ভাল খেলছি। কিন্তু যতক্ষণ না রান পাচ্ছি, ততক্ষণ আত্মবিশ্বাস পাওয়া যায় না। ২-৩ দিনের বিশ্রাম পেয়েছিলাম। বাড়িতে গিয়ে সোশ্যাল মিডিয়া থেকে সম্পূর্ণ ভাবে নিজেকে সরিয়ে নিয়েছিলাম। গত তিন সপ্তাহে ভাল অনুশীলন করেছি। সঠিক মানসিকতা নিয়ে এখন খেলতে নামছি।''
7
8
টি-২০ বিশ্বকাপের প্রাক্কালে ভারতীয় শিবিরে সুখবর। নিউজিল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের সিরিজের প্রথম দুই ম্যাচ জিতে ২-০ তে এগিয়ে গেল টিম ইন্ডিয়া।
8
8
রায়পুরে দ্বিতীয় টি-২০ তে তার থেকেও বড় পাওনা ঈশান কিষাণ এবং সূর্যকুমার যাদব। প্রথমজন দেড় বছর পর জাতীয় দলে ফিরে ম্যাচ জেতানো ইনিংস খেলেন। দ্বিতীয়জন দেড় বছর পর করেন অর্ধশতরান। আবার পুরোনো স্কাইয়ের ঝলক দেখা যায়। বিশ্বকাপের আগে যা গৌতম গম্ভীরকে অনেকটা চিন্তামুক্ত করবে।