বছরের শুরুতে শীত নিয়ে বড় আপডেট দিয়েছে আবহাওয়া দপ্তর। জানানো হয়েছে, পশ্চিমবঙ্গের বেশিরভাগ জেলাতেই আপাতত শুষ্ক আবহাওয়া থাকবে। তবে আগামী দু’দিনে দার্জিলিংয়ে বৃষ্টি এবং তুষারপাতের পূর্বাভাস জারি করা হয়েছে। ফলে, বঙ্গের পার্বত্য জেলায় বাড়বে ঠান্ডাও।
2
6
রবিবার কালিম্পং এবং জলপাইগুড়িতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। তবে উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা পরিবর্তনের কোনও সম্ভাবনা নেই বলে জানিয়েছে হাওয়া অফিস।
3
6
পরের তিন দিনে উত্তরবঙ্গের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা ৩ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী ২৪ ঘণ্টায় সর্বনিম্ন তাপমাত্রা কমার সম্ভাবনা নেই। তবে পরবর্তী তিন দিনে দুই থেকে তিন ডিগ্রি নামতে পারে তাপমাত্রার পারদ।
4
6
উল্লেখ্য, ডিসেম্বরের শেষে হাড়কাঁপানো ঠান্ডা উপভোগ করেছে বঙ্গবাসী। কিন্তু আচমকাই সেই ঠান্ডা যেন উধাও। শুক্রবার থেকেই তাপমাত্রা বাড়তে শুরু করেছে। দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি পর্যন্ত বেড়ে গিয়েছে। এই ধারা শনিবারও বজায় থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস।
5
6
দক্ষিণের জেলায় জেলায় রয়েছে কুয়াশার দাপটও। বেলা বাড়লে রোদের দেখা মিলছে। আকাশ হচ্ছে পরিস্কার। হাওয়া অফিস জানিয়েছে, আপাতত উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা থেকে শুরু করে পূর্ব ও পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, নদিয়া, বাঁকুড়া এবং বীরভূমে কুয়াশার দাপট থাকবে।
6
6
হাওয়া অফিসের দাবি, ফের শীতের পরশ ফিরতে পারে জানুয়ারির দ্বিতীয় সপ্তাহ থেকেই। শনিবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৪.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক। এর আগে শুক্রবার কলকাতায় পারদ নেমেছিল ১৩.১ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। তবে শুক্রবারের সর্বোচ্চ তাপমাত্রা ২৩.২ ডিগ্রির বেশি ওঠেনি।