বাঙালি মজে রয়েছে দুর্গাপুজোয়। ইতিমধ্যেই প্যান্ডেলে প্যান্ডেলে তুমুল ভিড়। নতুন জামা পরে মানুষ বেরিয়ে পড়েছেন ঠাকুর দেখতে। এরই মধ্যে বড়সড় চিন্তার বাণী শোনাল আলিপুর আবহাওয়া দপ্তর।
2
8
হাওয়া অফিস জানিয়েছে, উত্তর-পশ্চিম ও সংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর এবং দক্ষিণ ওড়িশা–উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূলের ওপর ৫.৮ কিলোমিটার উচ্চতা পর্যন্ত বিস্তৃত রয়েছে একটি ঘূর্ণাবর্ত।
3
8
এই ঘূর্ণাবর্তটি বর্তমানে উচ্চতার সঙ্গে সঙ্গে দক্ষিণ-পশ্চিমমুখীভাবে হেলে আছে। একইসঙ্গে পূর্ব-মধ্য ও সংলগ্ন উত্তর-পূর্ব বঙ্গোপসাগরের ওপরও মধ্য ট্রপোস্ফিয়ার স্তর পর্যন্ত বিস্তৃত আরও একটি ঘূর্ণাবর্ত বিদ্যমান। যা ধীরে ধীরে পশ্চিমদিকে এগোতে পারে।
4
8
জানা যাচ্ছে, আগামী ১২ ঘণ্টার মধ্যে উত্তর ও সংলগ্ন মধ্য বঙ্গোপসাগরের ওপর একটি নিম্নচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই নিম্নচাপ ধীরে ধীরে পশ্চিম দিকে এগোবে। ২৬ সেপ্টেম্বরের মধ্যে উত্তর-পশ্চিম ও সংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে দক্ষিণ ওড়িশা–উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূলের কাছাকাছি একটি গভীর নিম্নচাপে পরিণত হতে পারে।
5
8
আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৭ সেপ্টেম্বর সকালে দক্ষিণ ওড়িশা–উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূল অতিক্রম করার প্রবল সম্ভাবনা রয়েছে ওই নিম্নচাপটির। হাওয়া অফিস জানিয়েছে, এই পরিস্থিতির জেরে আগামী সাত দিন দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
6
8
বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম, বাঁকুড়ায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। এই জেলাগুলিতে জারি রয়েছে হলুদ সর্তকতা। আজ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
7
8
শুক্রবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি, ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। সব জেলাতেই শুক্রবার হলুদ সর্তকতা জারি করা হয়েছে। আগামী শনিবার থেকে আবারও বাড়বে বৃষ্টির দাপট। ওইদিন ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণ ২৪ পরগনা, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর জেলায়।
8
8
শনিবার কলকাতা, হাওড়া, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরের সব এলাকায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি দমকা হাওয়া বইতে পারে। জারি রয়েছে হলুদ সর্তকতা। আগামী রবিবার দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে।