বুধবার থেকে দেশের এই রাজ্যগুলিতে প্রবল শৈত্যপ্রবাহ চলবে বলে জানিয়ে দিল আইএমডি। এই পরিস্থিতি এখন কয়েকদিন ধরেই চলবে। পাশাপাশি থাকবে ঘন কুয়াশার চাদর।
2
9
আগামী কয়েকদিন উত্তর ভারতের বেশ কয়েকটি রাজ্যে তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি নামবে। মধ্যভারতের কয়েকটি রাজ্যে তাপমাত্রা ৩ ডিগ্রি কমবে।
3
9
বুধবার থেকেই পাঞ্জাব, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ওড়িশা, মহারাষ্ট্র,কর্ণাটক, তেলেঙ্গানায় শীতের দাপট চলবে। এই পরিস্থিতি চলবে বেশ কয়েকদিন।
4
9
শীতের পাশাপাশি ঘন কুয়াশার দাপট থাকবে হিমাচল প্রদেশ,ওড়িশা, উত্তরপ্রদেশ, অসম, মেঘালয়ের বিস্তীর্ণ অংশে। প্রতিদিনই তাপমাত্রা কমবে।
5
9
দেশের রাজধানী দিল্লিতে আকাশ পরিষ্কার থাকবে। দিনের বেলা তাপমাত্রা ২৩ থেকে ২৫ ডিগ্রি থাকবে। রাতের দিকে তা ৭ থেকে ৯ ডিগ্রিতে নেমে যাবে।
6
9
কলকাতায় সারাদিন আকাশ পরিষ্কার থাকবে। দিনের বেলা তাপমাত্রা ২৪ থেকে ২৭ ডিগ্রি থাকবে। রাতের দিকে ১৭ ডিগ্রি থাকবে। তবে শহরের আশেপাশের এলাকায় শীত বেশি অনুভূত হবে।
7
9
কলকাতার পাশাপাশি রাজ্যের বিভিন্ন অংশেও বাড়ছে শীতের দাপট। বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া সহ উত্তরবঙ্গের বিভিন্ন জেলাতেও শীতের ভেল্কি দেখা যাচ্ছে। ফলে পর্যটকদের মনে বাড়তি আনন্দ দেখা গিয়েছে।
8
9
দেশের বিভিন্ন অংশেই ধীরে ধীরে শীতের প্রকোপ বাড়ছে। সেখানে উত্তর থেকে শুরু করে দক্ষিণ সর্বত্রই একই ছবি। আবহাওয়ার খুব বেশি হেরফের না হলে এবারের বড়দিন থেকে শুরু করে নতুন বছর সবই শীতের পরশ মেখেই কাটবে বলেই জানিয়েছে আইএমডি।
9
9
চলতি বছরে বর্ষা বেশি হয়েছে। ফলে গরম তেমন দাপট দেখাতে পারেনি। সেই হিসাবে শীতের রমরমা এবার বেশি থাকবে বলেই আগাম জানিয়ে রেখেছিল হাওয়া অফিস। ডিসেম্বর মাস পড়তেই সেই শীতের হাতছানি সকলকে নিজের দিকেই টানছে।