রবিবাসরীয় সকালে রোজ ঝলমলে আকাশ। বাতাসে শিরশিরানি। ভরপুর শীতের আমেজ বাংলা জুড়ে। আজ বিকেল, সন্ধে ও রাতের আবহাওয়া কেমন থাকবে?
2
6
রবিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৫.২ ডিগ্রি সেলসিয়াস। যা গতকালের তুলনায় সামান্য বেড়েছে। গতকাল ছিল মরশুমের শীতলতম দিন কলকাতায়। ভোরে হালকা কুয়াশাও ছিল শহরের বিভিন্ন জায়গায়।
3
6
বাংলা জুড়েই তাপমাত্রার পারদ নিম্নমুখী। আগামী এক সপ্তাহে সর্বনিম্ন তাপমাত্রায় বিশেষ কোনও হেরফের হবে না। তবে তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে শীতের ব্যাটিং জোরকদমে শুরু হয়েছে।
4
6
মূলত বাংলায় এখন শুষ্ক আবহাওয়া। ঘূর্ণাবর্ত, নিম্নচাপের প্রভাব সরতেই উত্তুরে হাওয়ায় ভরপুর শীতের আমেজ। আপাতত রাজ্যের কোথাও বৃষ্টির পূর্বাভাস নেই। আবহাওয়ার কোনও সতর্কতা নেই।
5
6
উত্তরবঙ্গের জেলাগুলিতে সকালে ও সন্ধ্যায় হালকা থেকে মাঝারি কুয়াশার দাপট থাকবে। যার জেরে দৃশ্যমানতা ৯৯ থেকে ২০০ মিটারে নেমে যেতে পারে। দার্জিলিংয়ের সর্বনিম্ন তাপমাত্রা ৫ ডিগ্রি সেলসিয়াসের ঘরেই রয়েছে।
6
6
সপ্তাহান্তে পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা কমে ১০ ডিগ্রি সেলসিয়াসের ঘরে পৌঁছে যেতে পারে। দক্ষিণবঙ্গের কলাইকুন্ডাতে স্বাভাবিকের তুলনায় তাপমাত্রা চার ডিগ্রি সেলসিয়াস নীচে থাকতে পারে।