বছরের শেষ মাসে শীত নিয়ে বড় আপডেট। পয়লা ডিসেম্বরেও নেই হালকা শীতের আমেজ। তবে চলতি সপ্তাহেই আবহাওয়ার বড়সড় বদল ঘটতে চলেছে।
2
7
আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, ডিসেম্বরের প্রথম সপ্তাহেই তাপমাত্রার পারদ নিম্নমুখী থাকবে গোটা বাংলায়। উত্তরবঙ্গের তুলনায় দক্ষিণবঙ্গে তাপমাত্রা কমবে বেশ খানিকটা।
3
7
হাওয়া অফিস জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় রাতের তাপমাত্রায় বিশেষ কোনও পরিবর্তন হবে না বাংলায়। মঙ্গলবার থেকে তাপমাত্রার পারদ ফের নামবে।
4
7
আগামিকাল মঙ্গলবার থেকে আগামী চারদিন দক্ষিণবঙ্গে তাপমাত্রা দু'-চার ডিগ্রি সেলসিয়াস কমবে। এই সময়ের মধ্যে উত্তরবঙ্গের তাপমাত্রা দু'-তিন ডিগ্রি সেলসিয়াস কমবে।
5
7
আগামী দু'দিনে বাংলার সব জেলায় ভোরের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশার দাপট থাকবে। ভোরে ও সন্ধ্যায় হালকা শীতের আমেজ থাকবে।
6
7
আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৮ ডিগ্রি সেলসিয়াস। দার্জিলিংয়ের সর্বনিম্ন তাপমাত্রা ৬ ডিগ্রি সেলসিয়াস। শ্রীনিকেতনে সর্বনিম্ন তাপমাত্রা ১৩.৫ ডিগ্রি সেলসিয়াস।
7
7
ডিসেম্বরর শুরুতেই তিন জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আজ স্থানীয়ভাবে পুরুলিয়া, বাঁকুড়া ও ঝাড়গ্রামের কয়েকটি জায়গায় হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে কোনও সতর্কতা জারি হয়নি।