আরও বাড়ল তাপমাত্রা। শীতের ঝাঁঝ উধাও বাংলা থেকে। ভোরে ও সন্ধ্যায় কয়েকটি জেলায় হাড়কাঁপানো ঠান্ডা অনুভূত হলেও, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ থেকে ভরপুর শীতের আমেজ গায়েব। চলতি সপ্তাহে শীতের আমেজ থেকে বঞ্চিত হবে একাধিক জেলা।
2
6
আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আজ বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৫.৭ ডিগ্রি সেলসিয়াস। গতকাল শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬.৮ ডিগ্রি সেলসিয়াস। এদিন শহরে সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ও ১৬ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে।
3
6
হাওয়া অফিস আরও জানিয়েছে, আগামী এক সপ্তাহে উত্তরবঙ্গের ও দক্ষিণবঙ্গের কোথাও আবহাওয়ার সতর্কতা নেই। মূলত শুষ্ক আবহাওয়া থাকবে। পরিষ্কার আকাশ থাকবে। রাতের তাপমাত্রায় বিশেষ কোনও হেরফের হবে না।
4
6
গত কয়েকদিন ধরেই তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী দক্ষিণবঙ্গে। সরস্বতী পুজোর আগে ও পরে সর্বনিম্ন তাপমাত্রায় বিশেষ পরিবর্তন হবে না। চলতি বছরে সরস্বতী পুজোয় কনকনে ঠান্ডার আমেজ পাওয়া যাবে না।
5
6
অন্যদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী চারদিন ঘন কুয়াশার দাপট থাকবে। দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, কালিম্পং, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, মালদহে ঘন কুয়াশার কারণে কমবে দৃশ্যমানতাও।
6
6
আজ কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও ভোরে ও সন্ধ্যায় হালকা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে। যার জেরে দৃশ্যমানতা ৯৯৯ থেকে ২০০ মিটারে নামতে পারে।