ভারতের মৌসম ভবন জানিয়েছে, মঙ্গলবার থেকে উত্তর পশ্চিম ভারতের রাজ্যগুলিতে চরম শৈত্যপ্রবাহ ও ঘন কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে।
2
7
আজ থেকে আগামী চারদিন মধ্য, পূর্ব ও উত্তর পেনিনসুলার ভারতে শৈত্যপ্রবাহ চলবে। আজ থেকে আগামী তিনদিন উত্তর পশ্চিম ভারত ও পশ্চিম ভারতের রাজ্যগুলিতে শৈত্যপ্রবাহের সতর্কতা রয়েছে।
জম্মু ও কাশ্মীর, হিমাচল প্রদেশ, লাদাখের বিভিন্ন জায়গায় সর্বনিম্ন তাপমাত্রা ৫ ডিগ্রি সেলসিয়াসের নীচে রয়েছে। সমতলের মধ্যে সবচেয়ে কম সর্বনিম্ন তাপমাত্রা পাঞ্জাবের গুরুদাসপুর ও ফারিদকোটে, ৪.৫ ডিগ্রি সেলসিয়াস।
5
7
৯ থেকে ১২ ডিসেম্বরের মধ্যে শৈত্যপ্রবাহের পরিস্থিতি থাকবে মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ওড়িশা, পাঞ্জাব, বিদর্ভ, তেলেঙ্গানা, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, রাজস্থান, মহারাষ্ট্রে।
6
7
বুধবার পর্যন্ত আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ঘণ্টায় ৪০ কিমি বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে।
7
7
আগামী ১৩ ডিসেম্বর পর্যন্ত আরব সাগরে ও বঙ্গোপসাগরে মৎস্যজীবীদের যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এই সময়কালে সমুদ্র উত্তাল থাকবে।