চলতি মহিলাদের ক্রিকেট বিশ্বকাপে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকা ইতিমধ্যেই সেমিফাইনালে কোয়ালিফাই করেছে। চতুর্থ সেমিফাইনালিস্ট হওয়ার লড়াইয়ে রয়েছে ভারত, নিউজিল্যান্ড এবং শ্রীলঙ্কা।
2
7
বৃহস্পতিবার ভারতের বিরুদ্ধে নিউজিল্যান্ডের ম্যাচটি হয়ে উঠেছে তিন দলের ভাগ্য নির্ধারণী লড়াই। অঙ্ক বলছে ভারত যদি তাদের বাকি দুই ম্যাচে নিউজিল্যান্ড এবং বাংলাদেশের বিরুদ্ধে জিতে যায় তাহলে তারা সরাসরি সেমিফাইনালে উঠবে। এমনকি নিউজিল্যান্ডের বিপক্ষে জিতে বাংলাদেশের বিরুদ্ধে হেরে গেলেও ভারতের সেমিফাইনালে ওঠা নিশ্চিত থাকবে।
3
7
নিউজিল্যান্ড যদি ভারত ও ইংল্যান্ড উভয় দলের বিরুদ্ধে জয় পায়, তবে তাদের পয়েন্ট হবে ৮, যা তাদের সরাসরি সেমিফাইনালে নিয়ে যাবে। তবে ভারতকে হারিয়ে ইংল্যান্ডের কাছে হেরে গেলে কিউইদের ভাগ্য নির্ভর করবে বাংলাদেশের হাতে।
4
7
ভারত যদি শেষ ম্যাচে বাংলাদেশে হারে, আর শ্রীলঙ্কা নিজেদের শেষ ম্যাচে পাকিস্তানের কাছে হেরে যায় বা কিউইদের চেয়ে কম নেট রান রেট থাকে, তবেই নিউজিল্যান্ডের সুযোগ থাকবে।
5
7
শ্রীলঙ্কার জন্য সেমিফাইনাল অত্যন্ত কঠিন। প্রথমত, তাদের পাকিস্তানকে হারাতেই হবে। পাশাপাশি ভারতকে তাদের দুই ম্যাচেই (নিউজিল্যান্ড ও বাংলাদেশের বিপক্ষে) হারতে হবে, এবং নিউজিল্যান্ডকেও ইংল্যান্ডের কাছে হারতে হবে। সবকিছু ঠিকঠাক হলে, কিউইদের চেয়ে ভালো নেট রান রেট থাকলেই শ্রীলঙ্কা সেমিফাইনালে পৌঁছাতে পারে।
6
7
যদি একাধিক দলের পয়েন্ট সমান হয়, তবে প্রথমে দেখা হবে কে সবচেয়ে বেশি ম্যাচ জিতেছে। যদি জয়ের সংখ্যাও সমান হয় তবে নেট রান রেট দেখা হবে। অনুযায়ী অবস্থান নির্ধারিত হবে। এরপরে ফয়সালা না হলে হেড টু হেড দেখা হবে।
7
7
তবে ভারত যদি নিউজিল্যান্ডের কাছে হেরে যায় এবং বাংলাদেশকে হারায়, তবে তাদের আশা থাকবে ইংল্যান্ডের ওপর। ইংল্যান্ড তাদের শেষ ম্যাচে নিউজিল্যান্ডকে হারালে ভারত সেমিফাইনালে উঠতে পারবে। অন্যদিকে, ভারত যদি বাকি দুই ম্যাচেই হেরে যায় তাহলে সেমিফাইনাল উঠতে পারবেন না হরমনপ্রীতরা।