পচা গন্ধে ভরে যাবে বাড়িঘর! টমেটো রাখার সময় ভুলেও করবেন না ৭ ভুল, রইল তালিকা
নিজস্ব সংবাদদাতা
৯ নভেম্বর ২০২৫ ১৭ : ১৫
শেয়ার করুন
1
8
টমেটো সংরক্ষণের সঠিক পদ্ধতি খুব কম মানুষই জানেন। অনেকে কিনে এনে ধুয়ে ফ্রিজে রেখে দেন, আবার কেউ কেউ কাঁচা ও পাকা টমেটো একসঙ্গে রেখে দেন — যা তাদের দ্রুত নষ্ট করে দেয়। অথচ কয়েকটি সহজ ঘরোয়া উপায় মেনে চললে টমেটো অনেকদিন পর্যন্ত টাটকা, শক্ত ও রসালো রাখা যায়। জেনে নিন টমেটো সংরক্ষণের সহজ টিপস— যা মেনে চললে সপ্তাহের পর সপ্তাহ টমেটো থাকবে ভাল।
2
8
টমেটো কখনও ধুয়ে রাখবেন না: এটাই সবচেয়ে সাধারণ ভুল, যা প্রায় সব বাড়িতেই হয়। টমেটো কিনে এনে অনেকে ধুয়ে ফ্রিজ বা ঝুড়িতে রাখেন। এতে টমেটোর গায়ে আর্দ্রতা জমে যায়, ফলে তা দ্রুত পচে যায়। তাই টমেটো না ধুয়ে শুষ্ক এবং ঠান্ডা জায়গায় রাখা ভাল। ব্যবহারের আগে ধুয়ে নিন। ভুল করে যদি ধুয়ে ফেলেন, তবে ভাল করে মুছে সম্পূর্ণ শুকিয়ে নিন, তারপরই সংরক্ষণ করুন।
3
8
টমেটো উল্টো করে রাখুন: টমেটোর উপরের অংশে ডাঁটা থাকে, সেখান দিয়েই বাতাস এবং আর্দ্রতা ভিতরে ঢোকে। যদি টমেটোকে উল্টো করে রাখেন, অর্থাৎ ডাঁটা নিচের দিকে রাখেন, তবে এই অংশটি সুরক্ষিত থাকবে এবং টমেটো দ্রুত নষ্ট হবে না। বিশেষত পাকা টমেটো ঘরের তাপমাত্রায় রাখলে এই পদ্ধতিটি খুব কার্যকর।
4
8
পাকা টমেটো ফ্রিজে রাখবেন না: অনেকে মনে করেন ফ্রিজে রাখলে পাকা টমেটো বেশিদিন টাটকা থাকবে, কিন্তু আসলে উলটোটা ঘটে। ফ্রিজের ঠান্ডা হাওয়া টমেটোর স্বাদ এবং টেক্সচার দুটোই নষ্ট করে দেয়। এর ফলে টমেটো ফিকে এবং স্বাদহীন হয়ে পড়ে। পুরোপুরি পাকা টমেটো ঘরের ঠান্ডা ও ছায়াযুক্ত জায়গায় রাখুন— এতে রং ও স্বাদ দুটোই অক্ষুণ্ণ থাকবে।
5
8
কাঁচা টমেটো ফ্রিজে রাখবেন না: টমেটো যদি পুরোপুরি না পাকে, তবে কখনও ফ্রিজে রাখবেন না। ঠান্ডা পরিবেশে তাদের পাকানো প্রক্রিয়া বন্ধ হয়ে যায়, আর স্বাদও নষ্ট হয়। কাঁচা টমেটো কাগজে মুড়ে ঘরের তাপমাত্রায় রাখুন। কয়েক দিনের মধ্যেই এগুলো প্রাকৃতিকভাবে পেকে টকটকে লাল হয়ে যাবে।
6
8
বেশি টমেটো হলে বানিয়ে ফেলুন পিউরি: টমেটো যদি বেশি থাকে এবং নষ্ট হতে শুরু করে, তাহলে সেগুলো দিয়ে পিউরি তৈরি করে সংরক্ষণ করুন। টমেটো টুকরো করে মিক্সারে ব্লেন্ড করুন, হালকা সেদ্ধ দিন এবং ঠান্ডা হলে এয়ারটাইট কনটেনারে ফ্রিজে রাখুন। এই পিউরি দিয়ে সহজেই তরকারি, স্যুপ বা সস তৈরি করা যায়। এতে টমেটো কয়েক মাস পর্যন্ত ভাল থাকবে।
7
8
লেবু বা নুন দিয়ে প্রিজার্ভ করুন: টমেটোর পিউরিতে সামান্য লেবুর রস বা নুন মিশিয়ে রাখলে তা দীর্ঘদিন টাটকা থাকে। দুটোই প্রাকৃতিক প্রিজারভেটিভ, যা ব্যাকটেরিয়া বৃদ্ধি রোধ করে। তাই পিউরি সংরক্ষণের সময় এই ধাপটি অবশ্যই অনুসরণ করুন।
8
8
লেবু বা নুন দিয়ে প্রিজার্ভ করুন: টমেটোর পিউরিতে সামান্য লেবুর রস বা নুন মিশিয়ে রাখলে তা দীর্ঘদিন টাটকা থাকে। দুটোই প্রাকৃতিক প্রিজারভেটিভ, যা ব্যাকটেরিয়া বৃদ্ধি রোধ করে। তাই পিউরি সংরক্ষণের সময় এই ধাপটি অবশ্যই অনুসরণ করুন।