শীতের শুরুতে যখন আলমারি থেকে গরম জামাকাপড় বার করেন, সেগুলো কয়েক ঘণ্টার জন্য রোদে মেলে দিন। রোদ কাপড়ের ভিতরের স্যাঁতস্যাঁতে ভাব এবং আর্দ্রতা দূর করে দেয়। ফলে বাজে গন্ধও চলে যায়। রোদে শুকনো জামাকাপড় শুধু যে সতেজ লাগে তা-ই নয়, তাতে ফাঙ্গাস বা পোকামাকড়ও ধরে না। প্রতিদিন কিছুক্ষণ রোদে রাখলে শীতকাল জুড়েই কাপড়গুলো থাকবে একদম ফ্রেশ এবং গন্ধমুক্ত।
2
5
গরম জামাকাপড়ে যদি বাজে গন্ধ হয়, তাহলে বেকিং সোডা হতে পারে দুর্দান্ত সমাধান। একটি স্প্রে বোতলে জল এবং এক চা চামচ বেকিং সোডা মিশিয়ে জামাকাপড়ের উপর হালকা করে স্প্রে করুন। এটি গন্ধ শোষণ করে নেয় এবং জামাকাপড়কে ফের সতেজ করে তোলে। চাইলে কাপড়গুলো রাতভর খোলা জায়গায় রেখে দিন— সকালে তাতে ফিরে আসবে তাজা গন্ধ। এই উপায়টি প্রায় সব ধরনের উলের কাপড়ে কার্যকর।
3
5
শীতকালে কাপড়ে যেন বাজে গন্ধ বা পোকা না হয় , তার জন্য নিমপাতা বা কর্পুরই শ্রেষ্ঠ উপায়। এগুলো ছোট কাপড়ের থলি বা ব্যাগে ভরে আলমারির কোণে রাখুন। কর্পুরের গন্ধ কাপড়ে সতেজতা বজায় রাখে এবং জীবাণু দূর করে। এটি একেবারে সহজ, সস্তা ও প্রাকৃতিক পদ্ধতি, যা আপনার আলমারি এবং জামাকাপড়কে রাখবে সুরক্ষিত।
4
5
গরম জামাকাপড় থেকে যদি তীব্র গন্ধ আসে, তাহলে ভিনিগার এবং জলের মিশ্রণ হবে দারুণ উপায়। আধা বালতি জলে এক কাপ ভিনিগার মিশিয়ে কাপড়গুলো কয়েক মিনিট ডুবিয়ে রাখুন। এরপর পরিষ্কার জলে ধুয়ে রোদে শুকিয়ে নিন। ভিনিগার গন্ধ এবং ছত্রাক দুই-ই দূর করে। কাপড়কে করে তোলে নরম এবং আরামদায়ক। এটি উলের এবং সুতির দুই ধরনের কাপড়েই ব্যবহার করা যায়।
5
5
যদি চান আলমারি খুললেই ছড়িয়ে পড়ুক মনভোলানো গন্ধ, তাহলে ব্যবহার করুন পারফিউম পেপার বা এসেনশিয়াল অয়েল। তুলোয় কয়েক ফোঁটা ল্যাভেন্ডার বা গোলাপ তেল দিয়ে জামাকাপড়ের মাঝে রেখে দিন। চাইলে সুগন্ধি কাগজ বা স্যাশেও ব্যবহার করতে পারেন। এতে কাপড় থাকবে সারাবছর গন্ধে ভরা, আর বাজে গন্ধের কোনও স্থান থাকবে না। এটি সবচেয়ে সহজ ও কার্যকর উপায় কাপড়কে দীর্ঘদিন সতেজ রাখার।