বেশিরভাগ সময় দেখা যায়, যেসব বাড়িতে কিচেন গার্ডেন থাকে, সেখানে লাল ও কালো পিঁপড়ের সমস্যা বেশি দেখা দেয়। এরা গাছের শিকড়, মাটি, ফল–সবজি নষ্ট করে দেয়, ফলে গাছের বৃদ্ধি থমকে যেতে পারে। আবার ঘরের ভিতর ঢুকে খাবার নষ্ট হওয়া, সংক্রমণের ঝুঁকি বাড়া—এসবও হতে পারে। অনেক সময় এই পিঁপড়েরা মানুষকেও কামড়ে দেয়, যার ফলে ত্বকে জ্বালা বা অ্যালার্জির মতো সমস্যা দেখা দেয়।
2
6
কিচেন গার্ডেনে পিঁপড়ের হাত থেকে বাঁচতে সবচেয়ে সহজ ও সস্তা উপায় হলুদ বা চুন ব্যবহার করা। যেখান দিয়ে পিঁপড়ে বার হয়, সেখানে সামান্য হলুদ বা চুন ছিটিয়ে দিন। এর গন্ধ ও প্রতিক্রিয়ায় পিঁপড়ে ওই পথে আর আসে না। এই উপায় সম্পূর্ণ নিরাপদ এবং গাছেরও কোনও ক্ষতি করে না।
3
6
নিমপাতাগুলো জল দিয়ে ফুটিয়ে নিন। ঠান্ডা হলে সেই জল গাছের চারপাশে ছিটিয়ে দিন। নিমের অ্যান্টিব্যাকটেরিয়াল ও প্রাকৃতিক বৈশিষ্ট্য পিঁপড়ে ও অন্যান্য পোকামাকড় দূরে রাখতে সাহায্য করে। পাশাপাশি গাছের স্বাস্থ্যও ভাল থাকে।
4
6
সমপরিমাণ ভিনিগার এবং জল স্প্রে বোতলে ভরে নিন। যেখানে পিঁপড়ে বেশি দেখা যায়, সেখানে ছিটিয়ে দিন। ভিনিগারের তীব্র গন্ধে পিঁপড়ে দ্রুত সরে যায়।
5
6
সমপরিমাণ নুন এবং বেকিং সোডা মিশিয়ে পিঁপড়ের চলাচলের পথে ছড়িয়ে দিন। খুব দ্রুত পিঁপড়ের সংখ্যা কমতে শুরু করবে। এর সঙ্গে কিচেন গার্ডেনে পড়ে থাকা পাতা বা নষ্ট ফল–সবজি অবশ্যই সরিয়ে ফেলতে হবে, নইলে পিঁপড়ে আকৃষ্ট হবে।
6
6
গাছের টবের মাটি সময়মতো উল্টে দিন, কোথাও জল জমতে দেবেন না এবং সার পরিমিত মাত্রায় ব্যবহার করুন। অতিরিক্ত মিষ্টি জিনিস বা জৈব বর্জ্য পিঁপড়েকে টেনে আনে। এই সাধারণ ঘরোয়া পদ্ধতি ও নিয়ম মেনে চললে আপনার কিচেন গার্ডেন সহজেই পিঁপড়ের হাত থেকে বাঁচবে।