বেকিং সোডা পরিষ্কারের কাজে দারুণ সাহায্য করে। আপনার সিঙ্কে যদি দাগ বা হলদেটে আবরণ জমে থাকে, তাহলে সেখানে বেকিং সোডা ছিটিয়ে হালকা ভেজা কাপড় দিয়ে মেখে রাখুন। প্রায় পাঁচ-দশ মিনিট পর জল দিয়ে ধুয়ে ফেললে সিঙ্কটি চমৎকারভাবে ঝকঝকে হয়ে যাবে।
2
6
ভিনিগার এবং লেবু ব্যবহার করে স্টেইনলেস স্টিলের সিঙ্ক থেকে ময়লা এবং দুর্গন্ধ দূর করা যায়। সিঙ্কে ভিনিগার ছিটিয়ে উপরে অর্ধেক লেবু দিয়ে হালকা চাপ দিয়ে ঘষুন। এটি দাগ দূর করবে এবং তাজা সুবাসও দেবে।
3
6
সিঙ্কে যদি তেল জমে থাকে, তবে ডিশওয়াশিং লিকুইডে সামান্য নুন মিশিয়ে প্রায় পাঁচ মিনিট রেখে দিন। এরপর ভেজা কাপড় দিয়ে মুছে নিন। সিঙ্ক সঙ্গে সঙ্গেই পরিষ্কার এবং ঝকঝকে হয়ে উঠবে।
4
6
সিঙ্কের পাইপ থেকে দুর্গন্ধ আসা শুরু করলে সপ্তাহে একবার গরম জল ঢালা খুবই কার্যকর। এটি পাইপের জমে থাকা ময়লা দূর করে।
5
6
সিঙ্কে যদি হালকা দাগ থাকে, তবে টুথপেস্ট ব্যবহার করে নরম কাপড় দিয়ে মুছুন। এটি শুধু দাঁত নয়, সিঙ্ককেও পরিষ্কার করে এবং এটিকে নতুনের মতো ঝকঝকে করে তোলে।
6
6
এই সহজ ঘরোয়া পদ্ধতিগুলো ব্যবহার করলে আপনাকে ঘণ্টার পর ঘণ্টা পরিশ্রম করতে হবে না। মিনিটের মধ্যে সিঙ্ক ঝকঝকে হয়ে যাবে। একবার চেষ্টা করলে সকলেই আপনার কাছে জানতে চাইবে, এতট দ্রুত সিঙ্ক কীভাবে এত পরিষ্কার হল!