এসআইপি বা সিস্টেম্যাটিক ইনভেস্টমেন্ট প্ল্যান হল মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের একটি ধরণ যা বিনিয়োগকারীদের নিয়মিত বিরতিতে একটি নির্দিষ্ট অঙ্কের অর্থ বিনিয়োগ করতে সুযোগ দেয়।
2
10
এসআইপি-তে বিনিয়োগকারী মাসিক, সাপ্তাহিক বা বার্ষিক বিরতিতে অর্থ বিনিয়োগ করতে পারেন।
3
10
এসআইপি-তে বিনিয়োগের ভিত্তিতে রিটার্নের বিষয়টি গণনার জন্য, বার্ষিক ১২ শতাংশ হারে ধরা হচ্ছে।
4
10
ধরুন বিনিয়োগকারী প্রতিদিন ১০০ টাকা সঞ্চয় করছেন। এর অর্থ হল আপনি মাসে ৩,০০০ টাকা (প্রায়) সঞ্চয় করছেন। এখন, প্রতি মাসে এই অর্থ একটি এসআইপি মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করা হয়।
5
10
বিনিয়োগকারীর লক্ষ্য হল ১০০ টাকা দৈনিক সঞ্চয় দিয়ে ১ কোটি টাকা অর্জন করা। তবে, এই লক্ষ্য অর্জনের জন্য, মনে রাখার একটি গুরুত্বপূর্ণ কৌশল হল: স্টেপ-আপ এসআইপি।
6
10
১ কোটি টাকার সম্পদ তৈরি করতে, প্রতি বছর আপনার বিনিয়োগ ৭ শতাংশ বৃদ্ধি করুন।
7
10
হিসাব অনুযায়ী, ১ কোটি টাকার সম্পদ গড়ে তুলতে হলে বিনিয়োগকারীকে কমপক্ষে ২৬ বছর ধরে এসআইপি মিউচুয়াল ফান্ডে বার্ষিক ৭ শতাংশ সুদে বিনিয়োগ করতে হবে।
8
10
২৬ বছরে বিনিয়োগকারীর মোট বিনিয়োগ হবে ২৪,৭২,৩৫৩ টাকা।
9
10
দীর্ঘমেয়াদী মূলধন লাভ হিসেবে বিনিয়োগকারী ৭৬,৬৩,৭৭৬ টাকা পাবেন।
10
10
২৬ বছর পর, বিনিয়োগকারীর প্রত্যাশিত মোট রিটার্নের অঙ্ক ১,০১,৩৬,১২৯ টাকা।