'দমবন্ধ হয়ে আসছে, নিশ্বাস নিতে পারছি না!' ক্যানসারের সঙ্গে লড়াই মাঝে ফের অসুস্থ হয়ে পড়লেন হিনা খান?
নিজস্ব সংবাদদাতা
৬ জানুয়ারি ২০২৬ ১৭ : ১৯
শেয়ার করুন
1
5
মুম্বইয়ের আকাশ এখন ধোঁয়াশায় ঢাকা। বাতাসের গুণমান এতটাই নিচে নেমে গিয়েছে যে সাধারণ মানুষ থেকে শুরু করে তারকারা—সকলেই নাজেহাল। এবার এই অসহনীয় পরিবেশ নিয়ে নিজের উদ্বেগ প্রকাশ করলেন জনপ্রিয় টেলিভিশন অভিনেত্রী হিনা খান।
2
5
সোশ্যাল মিডিয়ার পোস্টে তিনি সাফ জানালেন, মুম্বইয়ের এই বিষাক্ত বাতাসে তাঁর দমবন্ধ হয়ে আসছে। সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে একটি পোস্ট শেয়ার করেছেন হিনা। সেখানে তিনি মুম্বইয়ের বর্তমান আবহাওয়ার পরিস্থিতি তুলে ধরেন।
3
5
অভিনেত্রী লেখেন, "মুম্বইয়ের বাতাসের মান যেভাবে দিনের পর দিন খারাপ হচ্ছে, তাতে স্বাভাবিকভাবে শ্বাস নেওয়াটাই অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। আমি আর শ্বাস নিতে পারছি না। সারাক্ষণ কেশে যাচ্ছি।" হিনার এই পোস্ট মুহূর্তেই ভাইরাল হয়ে যায় নেটপাড়ায়।
4
5
উল্লেখ্য, গত কয়েক সপ্তাহ ধরেই মুম্বইয়ের 'এয়ার কোয়ালিটি ইনডেক্স' অত্যন্ত উদ্বেগজনক অবস্থায় রয়েছে। বিশেষ করে যারা ফুসফুসের সমস্যায় ভুগছেন তাদের জন্য এই পরিবেশ রীতিমতো বিপজ্জনক।
5
5
এদিকে, হিনা খান নিজেও বর্তমানে এক কঠিন শারীরিক লড়াইয়ের মধ্য দিয়ে যাচ্ছেন। ক্যানসারের সঙ্গে দীর্ঘদিন ধরে লড়াই করেছেন তিনি। তাই এই দূষণ তাঁর শরীরের ওপর বাড়তি চাপ সৃষ্টি করছে বলে মনে করছেন অনুরাগীরা।