শেন ওয়ার্ন। মাঠ ও বাইরে বাইরে বরাবর ছিলেন বর্ণময় ও বিতর্কিত চরিত্র।
2
8
কেনই বা বর্ণময়? মাঠে নেমে নিয়ে ফেললেন চার উইকেট। কেন বিতর্কিত? খেলার আগের রাতে হোটেলের ঘরে দুটি মেয়ে তাঁর শয্যাসঙ্গীনী।
3
8
বারবার জড়িয়েছেন বিতর্কে। কখনও বুকিদের কাছে উইকেট ও আবহাওয়া সংক্রান্ত তথ্য পাচার। তো বৈবাহিক জীবনে একগাদা সমস্যা। যার মূলে থেকেছেন ওয়ার্নি।
4
8
২০০৩ বিশ্বকাপের আগে নিষিদ্ধ মাদক নেওয়ার অভিযোগে খেলতেই পারেননি বিশ্বকাপ।
5
8
তার কিছুদিন পরেই বিবাহবিচ্ছেদ। স্ত্রী সিমোনের সঙ্গে বিচ্ছেদের কারণ সেই নারীসঙ্গ। জোর বিতর্ক ছিল ওয়ার্ন তখন চুটিয়ে প্রেম করছেন লিজ হার্লির সঙ্গে। একসঙ্গে উইম্বলডন দেখতে গিয়ে দর্শকাসনে দু’জনের চুম্বন দৃশ্য রীতিমতো ভাইরাল হয়েছিল মিডিয়ায়।
6
8
এখানেই শেষ নয়। কখনও ব্রিটিশ নার্সকে অশালীন ম্যাসেজ পাঠানো। কখনও সতীর্থদের সঙ্গে তুমুল ঝামেলা। ওয়ার্ন শিরোনামে থেকেছেন সবসময়।
7
8
আইপিএলে রাজস্থান রয়্যালসের হয়ে খেলার সময় প্রকাশ্যে ইডেনের ডাগআউটে বসে সিগারেট খাওয়া। তো আবার হৃদরোগে মৃত্যুর আগেও যৌন মিলন।
8
8
যতই চর্চা থাকুক। লেগস্পিনের যুবরাজ হয়েই থেকে গেলেন ক্রিকেটের সবচেয়ে বর্ণময় ও বিতর্কিত চরিত্র।