মাঘ মাসে পালিত হয় গুপ্ত নবরাত্রি। এই নবরাত্রিকে অত্যন্ত কল্যাণকর বলে মনে করা হয়। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে গুপ্ত নবরাত্রি। ১৯ জানুয়ারি থেকে আগামী ৯ দিন চলবে। এই সময় রাতে করা কোনও টোটকা কখনও ব্যর্থ হয় না। তাই আপনার জীবন থেকে যদি দুঃখ, কষ্ট, বিপদ, সমস্যা কিছুতেই পিছু না ছাড়ে, তাহলে জেনে নিন এই সময় কোন টোটকা করলে দেবীর কৃপায় নেতিবাচকতা দূর হবে। উপচে পড়বে সুখ, সমৃদ্ধি। ছবি- এআই দ্বারা নির্মিত
2
8
ধনলাভ এবং ধার থেকে মুক্তি পাওয়ার টোটকা: আর্থিক কষ্ট, অভাব, অনটন যদি আপনার নিত্য সঙ্গী হয়, যদি একাধিক ঋণ, ধারে জর্জরিত হয়ে থাকেন তাহলে গুপ্ত নবরাত্রির যে কোনও দিন রাতে এই টোটকা করুন। যে কোনও ঘরের উত্তর দিকে মুখ করে বসুন। ছবি- এআই দ্বারা নির্মিত
3
8
এবার একটি মাটির প্রদীপে কর্পূর জ্বালান। এতে ফুল থাকা লবঙ্গ দিয়ে দিন। এবার যখন সেটা জ্বলতে থাকবে, তখন মা লক্ষ্মীর আরও এক রূপ মা কমলার ধ্যান করুন। পাঠ করুন এই মন্ত্র: ওম শ্রী হিং শ্রী কমলে কমলালয়ে প্রসিদ প্রসিদ। এই টোটকা করলে ঋণ দ্রুত মিটে যাবে, আয়ের নতুন উৎস তৈরি হবে। আর্থিক অবস্থার উন্নতি হবে। ছবি- এআই দ্বারা নির্মিত
4
8
শত্রু এবং নেতিবাচক উর্জা থেকে মুক্তি পাওয়ার টোটকা: গুপ্ত শত্রুর কারণে নাজেহাল? আড়ালে থেকে কেউ আপনার ক্ষতি করছে? বা বাড়ি অথবা জীবনে নেতিবাচকতা উপলব্ধি করছেন? তাহলে রাতে একটি হলুদ কাপড় নিয়ে মা বগলামুখীর ধ্যান করতে থাকুন। এরপর এতে একটু হলুদ সর্ষে এবং এক টুকরো কাঁচা হলুদ রাখুন। সঙ্গে জপ করুন দেবী বগলার। ছবি- এআই দ্বারা নির্মিত
5
8
এবার দেবীর কাছে প্রার্থনা করুন যাতে গুপ্ত শত্রুরা শান্ত হয়। পরের দিন এই কাপড় কোনও শান্ত জায়গায় পুঁতে দিন। অথবা নদীর জলে ভাসিয়ে দিন। ছবি- এআই দ্বারা নির্মিত
6
8
কাজ হতে গিয়েও হচ্ছে না? করুন এই টোটকা: হওয়া কাজ শেষ মুহূর্তে এসে ভেস্তে যাচ্ছে? তাহলে অষ্টমী বা নবমীর রাতে একটি নারকেল নিয়ে তাতে সিঁদুর দিয়ে তিলক কাটুন। এবার আপনার মাথার উপর এটা সাত বার ঘুরিয়ে দেবী দুর্গার পায়ে অর্পণ করুন। সারারাত এটিকে সেখানেই থাকতে দিন। ছবি- এআই দ্বারা নির্মিত
7
8
পরের দিন এই নারকেল নিয়ে গিয়ে কোনও একটি মন্দিরে রেখে আসুন। এই টোটকা করলে কাজের জায়গায় সমস্ত বাধা বা কাজ সংক্রান্ত সমস্ত বাধা দূর হয়ে যাবে। ছবি- এআই দ্বারা নির্মিত
8
8
মনে রাখবেন এই টোটকাগুলো করবেন যখন, তখন কারও সঙ্গে কোনও কথা বলবেন না। মৌন থাকুন। রাতে নামমাত্র নিরামিষ আহার গ্রহণ করুন। নেতিবাচক ভাবনা মনে আনবেন না। যখন টোটকাগুলো করবেন তখন সবসময় একটা প্রদীপ জ্বালিয়ে রাখবেন। খেয়াল রাখবেন সেই প্রদীপের শিখা যেন দক্ষিণ দিকে না থাকে। উত্তর বা পূর্ব দিকে মুখ করে রাখবেন। ছবি- এআই দ্বারা নির্মিত